হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

বিএনপির কারাবন্দী নেতাকে গ্রেপ্তার দেখানো হলো আরও ৪ মামলায়

কিশোরগঞ্জ প্রতিনিধি

রাজধানীর দুটি থানায় দায়ের হওয়া নাশকতার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমকে কিশোরগঞ্জের ৪টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক চারটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করে পুলিশ। 

চারটি মামলার মধ্যে কিশোরগঞ্জ সদর মডেল থানার দুটি এবং কুলিয়ারচর থানার দুটি মামলা রয়েছে। চারটি মামলায়ই মো. শরীফুল আলম এজাহারনামীয় আসামি। এর মধ্যে কিশোরগঞ্জ সদর মডেল থানার দুটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমান। এ ছাড়া কুলিয়ারচর থানার দুটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিশোর দত্ত। 

এ সময় আদালতে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, মো. শরীফুল আলমের আইনজীবী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, অ্যাডভোকেট মো. আব্দুল কুদ্দুছ, অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম ও অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন এবং বিএনপিপন্থী আইনজীবীরা উপস্থিত ছিলেন। 

আদালতে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন মঞ্জুর হওয়ার পর আজ মঙ্গলবার বেলা ১টার দিকে কিশোরগঞ্জ থেকে পুলিশ প্রহরায় মো. শরীফুল আলমকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। এর আগে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁকে কিশোরগঞ্জের আদালতে আনা হয়।

বিয়ের তিন বছরের মাথায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

নরসুন্দার তীর থেকে ৪ শতাধিক গ্রিল উধাও

বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির দলীয় স্লোগান, নিষেধ করায় তোপের মুখে ইউএনও

যুবদল নেতার মামলায় আসামি মৃত ব্যক্তি, হাজতি ও প্রবাসী

হাওরে বিদ্যুৎ সংযোগ: বাঁশের খুঁটিতে ৩৩,০০০ ভোল্টের লাইন

কিশোরগঞ্জে কুকুরকে বাঁচাতে গিয়ে টমটম খাদে পড়ে চালকের মৃত্যু, আহত ৩

ইটনায় সংঘর্ষে প্রাণ গেল যুবকের

দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলে এককাট্টা বিএনপির পাঁচ নেতা

ইটনায় যুবদল নেতার বিরুদ্ধে তিন বাড়িতে হামলা-লুটপাট চালানোর অভিযোগ

খোঁপার ভাঁজে লুকানো ২ হাজার ইয়াবা, ভৈরবে নারী আটক