হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ভৈরবে নিখোঁজের ২০ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, ভৈরব (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জ ভৈরব উপজেলায় নিখোঁজের ২০ ঘণ্টা পর মবিন মিয়া নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (৭ জুলাই) রাত ৯টার দিকে পৌর শহরের কালিপুর দক্ষিণ পাড়া (ডেংহাটি) মহল্লা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মবিন একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৬ জুলাই) রাত ১০টার দিকে ঘর থেকে বের হয় মবিন। এরপর রাতে এবং পরদিন সারা দিনেও বাড়িতে না ফেরায় খোঁজ শুরু করে পরিবার। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় দক্ষিণ পাড়া মহল্লার মাছ ব্যবসায়ী বাছির মিয়া বাড়ির দুই ঘর পেছনে মবিনের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। 

এ প্রসঙ্গে ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) কাজী মাহফুজ হাসান সিদ্দিক জানান, প্রাথমিকভাবে মরদেহ সুরতহালের সময় নিহতের শরীরে বিদ্যুতায়িত হওয়ার আলামত পাওয়া গেছে। এ ছাড়াও শরীরের কিছু অংশে পোড়া ক্ষত চিহ্ন রয়েছে। বিদ্যুতায়িত হয়ে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। 

কিশোরগঞ্জে বিএনপির ৭ বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, চিন্তিত তৃণমূল নেতা-কর্মীরা

জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণ মেলেনি ছয় বছরেও

তীব্র শীতে শীতার্তদের পাশে কিশোরগঞ্জ জেলা প্রশাসন, রেলস্টেশনে কম্বল বিতরণ

পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল পৌনে ১২ কোটি টাকা

পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

মুরগি কেনার সিরিয়াল নিয়ে তর্ক, বৃদ্ধকে পিটিয়ে হত্যা

সুদানে ড্রোন হামলায় শহীদ পাকুন্দিয়ার সেনাসদস্য জাহাঙ্গীর আলমের দাফন

বিয়ের তিন বছরের মাথায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

নরসুন্দার তীর থেকে ৪ শতাধিক গ্রিল উধাও

বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির দলীয় স্লোগান, নিষেধ করায় তোপের মুখে ইউএনও