হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে বাস উল্টে খাদে পড়ে আহত ৫

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে যাত্রীবাহী একটি বাস উল্টে ৫ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে নান্দাইল-হোসেনপুর সড়কের মাধখোলা এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন-নান্দাইল উপজেলার আজিজুল (৩০), রিয়াদ মিয়া (২০), নাজমুল হক (২০), জিল্লু মিয়া (৪৫) এবং হোসেনপুর উপজেলার উত্তর পানান গ্রামের আবদুল করিম (৩৫)। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে উপজেলার বাকচান্দা বাজার থেকে ঢাকার উদ্দ্যেশে ছেড়ে আসা জলসিঁড়ি এক্সপ্রেস (প্রাঃ) লিমিটেড এর একটি বাস মাধখলা এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এ সময় বাসে ৪৫ জন ছিলেন। আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন এসে আহতদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। 

আহতদের বেশির ভাগই শ্রমিক। তারা উপজেলার কুড়িঘাট মোড়ে কাজের সন্ধানে আসছিলেন। 

হোসেনপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আহতদের মধ্য থেকে ৫ জনকে উদ্ধার করে আমরা হাসপাতালে নিয়ে এসেছি। এখন পর্যন্ত কোনো নিহতের ঘটনা ঘটেনি।’ 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার ও হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন।

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা

নির্বাচনী হলফনামা: কাজী রেহা কবিরের বার্ষিক আয় ৫ লাখ ৪৪ হাজার টাকা

ড. ওসমান ফারুকের সম্পদ ৬ কোটির বেশি, বিদেশি মুদ্রা প্রায় ১২ লাখ ডলার

মাটি কেটে বেড়িবাঁধ: ৮ মাসেও ভরাট করা হয়নি জমি