হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ভৈরবে ট্রেন দুর্ঘটনা: ২ শিশুসহ একই পরিবারের ৪ জন ঢামেকে

নিজস্ব প্রতিবেদক ও ঢামেক প্রতিবেদক 

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় আহত দুই শিশুসহ একই পরিবারের চারজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে। তারা জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে এক শিশুর অবস্থা সংকটাপন্ন।

আজ সোমবার রাত সাড়ে ৭টার দিকে একটি অ্যাম্বুলেন্সে করে তাদের ঢাকা মেডিকেলে আনা হয়। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ আলাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘দুই শিশুসহ চারজন জরুরি বিভাগের চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে এক শিশুর অবস্থা সংকটাপন্ন। তার নাক দিয়ে রক্ত ঝরছে।’

জানা গেছে, জীবন মিয়া (৪০) ও খাদিজা আক্তার (৩৫) দম্পতির বাড়ি কিশোরগঞ্জের সদর উপজেলায়। খাদিজা নারায়ণগঞ্জের ভুলতা গাউসিয়ার একটি গার্মেন্টসে চাকরি করে। আর জীবন মিয়া গ্রামে কৃষি কাজ করে। তিন সন্তানসহ তারা ট্রেনে করে নারায়ণগঞ্জে ফিরছিলেন। ট্রেন দুর্ঘটনায় পরিবারের পাঁচ সদস্যের মধ্যে চারজন আহত হয়েছেন। জীবন হাতে ব্যথা পেয়েছে, খাদিজা পায়ে ব্যথা পেয়েছে। তাদের মেয়ে তন্নিমার (১৫) কপাল কেটে গেছে। ছেলে সোয়াদের (৮) গাল কেটে গেছে, তার অবস্থা সংকটাপন্ন। আরেক সন্তান জীহাদ (১০) সুস্থ রয়েছে।

সোমবার বেলা ৩টা ৪৫ মিনিটের দিকে কিশোরগঞ্জের ভৈরবে এগারোসিন্দুর ট্রেনের সঙ্গে কনটেইনারবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ৫০ জনের বেশি মানুষ।

রেলওয়ে সূত্র জানিয়েছে, ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি কনটেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। এর আগমুহূর্তে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের দু-তিনটি বগিতে কনটেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। এতে এগারসিন্দুর ট্রেনের শেষের দু-তিনটি বগি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন:

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৫৭ প্রাথমিক স্কুল, ব্যাহত পাঠদান

কিশোরগঞ্জের ৬টি আসন: প্রতীক বরাদ্দের আগেই প্রচার

অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী রেহা কবিরের গণসংযোগ

কিশোরগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা