হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে 

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বপন মিয়া (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার তালদর্শী পালপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা-পুলিশ। তিনি ওই গ্রামের বাসিন্দা। আজ সোমবার তাঁকে দুপুরে আদালতের হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল ভোরে নিজ বাড়ি থেকে পাশের এলাকার একটি বাড়িতে কাজ করতে যাচ্ছিলেন ওই গৃহবধূ। পথে একা পেয়ে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন স্বপন। চিৎকার শুরু করলে স্বপন তাঁকে ছেড়ে দেন। পরে ওই গৃহবধূ দৌড়ে পাশের রাজীব হোসেন নামের একজনের বাড়িতে গিয়ে  ওঠেন। 

গৃহবধূর কাছে ঘটনা শুনে রাজীব হোসেন ও তাঁর বাবা আলাল উদ্দিন বেরিয়ে আসেন। এরপর রাজীব হোসেন ও আলাল উদ্দিন ঘটনাস্থলে গিয়ে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করলে স্বপন ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাঁদের খুন-জখমের হুমকি দেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় স্বপন মিয়াকে আটক করে ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে জানান। খবর পেয়ে পাকুন্দিয়া থানা-পুলিশ অভিযুক্ত স্বপন মিয়াকে আটক করে। 

এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে স্বপন মিয়াকে অভিযুক্ত করে পাকুন্দিয়া থানায় একটি মামলা করেন। ওই মামলায় স্বপন মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতের হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এ ব্যাপারে জানতে চাইলে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত স্বপনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

বিয়ের তিন বছরের মাথায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

নরসুন্দার তীর থেকে ৪ শতাধিক গ্রিল উধাও

বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির দলীয় স্লোগান, নিষেধ করায় তোপের মুখে ইউএনও

যুবদল নেতার মামলায় আসামি মৃত ব্যক্তি, হাজতি ও প্রবাসী

হাওরে বিদ্যুৎ সংযোগ: বাঁশের খুঁটিতে ৩৩,০০০ ভোল্টের লাইন

কিশোরগঞ্জে কুকুরকে বাঁচাতে গিয়ে টমটম খাদে পড়ে চালকের মৃত্যু, আহত ৩

ইটনায় সংঘর্ষে প্রাণ গেল যুবকের

দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলে এককাট্টা বিএনপির পাঁচ নেতা

ইটনায় যুবদল নেতার বিরুদ্ধে তিন বাড়িতে হামলা-লুটপাট চালানোর অভিযোগ

খোঁপার ভাঁজে লুকানো ২ হাজার ইয়াবা, ভৈরবে নারী আটক