হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

সড়ক দুর্ঘটনায় আহত আওয়ামী লীগ কর্মীর মৃত্যু

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত আওয়ামী কর্মী মো. তৌহিদুল ইসলাম বকুলের (৪৫) মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

আজ সোমবার দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী ছিলেন। 

নিহত তৌহিদুল ইসলাম তিনি ধূলদিয়া রায়খলা গ্রামের মৃত আব্দুল মোতালিবের ছেলে। 

নিহতের পরিবার জানায়, গত শুক্রবার বিকেলে ইটাখোলা থেকে অটোরিকশায় শিবপুর যাওয়ার পথে বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় তৌহিদুল ইসলামসহ বেশ কয়েকজন আহত হন। পরে স্বজনেরা খবর পয়ে আহত অবস্থায় উদ্ধার করে রাজধানীর একটি হাসপাতাল নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। 

সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম আকন্দ সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ কর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৯ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

কিশোরগঞ্জে বিএনপির ৭ বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, চিন্তিত তৃণমূল নেতা-কর্মীরা

জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণ মেলেনি ছয় বছরেও

তীব্র শীতে শীতার্তদের পাশে কিশোরগঞ্জ জেলা প্রশাসন, রেলস্টেশনে কম্বল বিতরণ

পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল পৌনে ১২ কোটি টাকা

পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

মুরগি কেনার সিরিয়াল নিয়ে তর্ক, বৃদ্ধকে পিটিয়ে হত্যা

সুদানে ড্রোন হামলায় শহীদ পাকুন্দিয়ার সেনাসদস্য জাহাঙ্গীর আলমের দাফন

বিয়ের তিন বছরের মাথায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

নরসুন্দার তীর থেকে ৪ শতাধিক গ্রিল উধাও

বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির দলীয় স্লোগান, নিষেধ করায় তোপের মুখে ইউএনও