হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষ, লন্ডনপ্রবাসী যুবক নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি

মো. মোস্তাক মোল্লা। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে লন্ডনপ্রবাসী যুবক মো. মোস্তাক মোল্লা নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মোস্তাক মোল্লা (৩৫) সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের ভাটগাঁও গ্রামের আশরাফ উদ্দিনের (মেনু মোল্লার) ছেলে। তিনি লন্ডন থেকে চলতি মাসের ৩ তারিখ বাংলাদেশে নিজ বাড়িতে আসেন। কয়েক দিন পর তাঁর লন্ডন ফিরে যাওয়ার কথা ছিল।

স্বজনেরা জানান, আজ দুপুরে দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে নিয়ে যাওয়ার পথে বিকেল ৪টার দিকে তাঁর মৃত্যু হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করে বলেন, মোস্তাক মোল্লা বাড়ি থেকে মোটরসাইকেলযোগে জেলা শহরে যাওয়ার পথে গাইটাল পুকুরপাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত রিকশার সংঘর্ষ হয়। এ সময় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ নেওয়ার পথে তিনি মারা যান। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কিশোরগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা

নির্বাচনী হলফনামা: কাজী রেহা কবিরের বার্ষিক আয় ৫ লাখ ৪৪ হাজার টাকা

ড. ওসমান ফারুকের সম্পদ ৬ কোটির বেশি, বিদেশি মুদ্রা প্রায় ১২ লাখ ডলার