হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে আজকের পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী মহাধুমধামে উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে আজ বেলা সাড়ে ১১টার দিকে শহরের স্টেশন রোডের একটি হোটেলের হলরুমে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাজন আহম্মেদ পাপনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া। সভাপতিত্ব করেন আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাজন আহম্মেদ পাপন।

বক্তব্য দেন লেখক ও গবেষক মু আ লতিফ, জ্যেষ্ঠ সাংবাদিক সুবীর বসাক, প্রতিদিনের বাংলাদেশের মধ্যাঞ্চলীয় প্রতিবেদক সাইফুল হক মোল্লা দুলু, সমকালের প্রতিনিধি মোস্তফা কামাল, সিপিবি জেলা শাখার সভাপতি আবদুর রহমান রুমী, ঈশা খা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক বদরুল হুদা সোহেল, নিউ নেশনের স্টাফ রিপোর্টার আলম সারোয়ার টিটু, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি সাইফউদ্দিন আহমেদ লেনিন, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার নূর মোহাম্মদ, জিটিভির প্রতিনিধি সোহেল চৌধুরী, এটিএন নিউজের প্রতিনিধি শফিক আদনান, বৈশাখী টিভির প্রতিনিধি সুলতান রায়হান ভূইয়া রিপন, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি মাজহার মান্না, মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি বিজয় রায় খোকা, মোহনা টেলিভিশনের প্রতিনিধি জুয়েল চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম।

উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ নিউজের পরামর্শক সম্পাদক ফারুক আহমেদ, মুক্তা পানির ডিলার সৈয়দ ইয়াছিন, দৈনিক শতাব্দীর কণ্ঠের মফস্বল সম্পাদক শামসুল আলম শাহীন, দেশ টিভির প্রতিনিধি টিটু দাস, চ্যানেল ২৪ এর প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল, আরটিভির প্রতিনিধি আ ন ম তানভীর হায়দার, আমাদের নতুন সময়ের প্রতিনিধি মো. ফারুক্কুজ্জামান, এখন টিভির প্রতিনিধি মশিউর রহমান কায়েস, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশের স্টাফ রিপোর্টার এ এম ওবায়েদ, দৈনিক জনবানীর প্রতিনিধি তালাত আজিজ, দৈনিক স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি আলী রেজা সুমন, দৈনিক বাংলার প্রতিনিধি রাকিবুল হাসান রোকেল, চ্যানেল আইয়ের প্রতিনিধি এসকে রাসেল, বিজয় টিভির প্রতিনিধি শরাফউদ্দিন জীবন, সাউথ এশিয়ান টাইমসের প্রতিনিধি মো. মনির হোসেন, দীপ্ত টিভির প্রতিনিধি তোফায়েল আহমেদ তুষার, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি আশরাফ আলী, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি আশরাফুল ইসলাম তুষার, ওয়ান নিউজের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আল-আমিন, শতাব্দীর কণ্ঠের স্টাফ রিপোর্টার তসলিমা আক্তার মিতু, প্রবাস টাইমসের নিজস্ব প্রতিবেদক আশরাফ আলী সোহান, সিএনএন বাংলা টিভির প্রতিনিধি হুমায়ুন কবির, ক্যামেরাপারসন কামরুজ্জামান রাসেল, দৈনিক ডেসটিনির প্রতিনিধি আনোয়ার হোসেন, মানবকণ্ঠের হোসেনপুর উপজেলা প্রতিনিধি আবু সুফিয়ান রাজু প্রমুখ।

মুরগি কেনার সিরিয়াল নিয়ে তর্ক, বৃদ্ধকে পিটিয়ে হত্যা

সুদানে ড্রোন হামলায় শহীদ পাকুন্দিয়ার সেনাসদস্য জাহাঙ্গীর আলমের দাফন

বিয়ের তিন বছরের মাথায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

নরসুন্দার তীর থেকে ৪ শতাধিক গ্রিল উধাও

বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির দলীয় স্লোগান, নিষেধ করায় তোপের মুখে ইউএনও

যুবদল নেতার মামলায় আসামি মৃত ব্যক্তি, হাজতি ও প্রবাসী

হাওরে বিদ্যুৎ সংযোগ: বাঁশের খুঁটিতে ৩৩,০০০ ভোল্টের লাইন

কিশোরগঞ্জে কুকুরকে বাঁচাতে গিয়ে টমটম খাদে পড়ে চালকের মৃত্যু, আহত ৩

ইটনায় সংঘর্ষে প্রাণ গেল যুবকের

দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলে এককাট্টা বিএনপির পাঁচ নেতা