হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

১১৫টি টিকিটসহ সরারচর রেলস্টেশন থেকে ৩ কালোবাজারি আটক 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর ব্যবহার করে অনলাইনে ট্রেনের টিকিট কিনে গচ্ছিত রাখত একটি চক্র। এরপর টিকিট বিক্রির জন্য খোলা ফেসবুক পেজে প্রচারণা চালিয়ে সেগুলো বিভিন্ন যাত্রীর কাছে বিক্রি করত বেশি দামে। বিভিন্ন ট্রেনের ১১৫টি টিকিটসহ এই চক্রের তিন সদস্যকে আটকের পর এ তথ্য জানিয়েছে ঢাকা রেলওয়ে পুলিশ। 

গতকাল শনিবার রাত ১০টার দিকে কিশোরগঞ্জ জেলার সরারচর রেলস্টেশনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে রেলওয়ে-পুলিশ। তাঁদের বিরুদ্ধে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়েছে। 

আটককৃতরা হলেন— জেলার বাজিতপুর উপজেলার দক্ষিণ সরারচর এলাকার আব্দুল মোতালিবের ছেলে মো. বাপ্পি মিয়া (১৯), দিলু মিয়ার ছেলে মো. ইব্রাহিম মিয়া (২২) এবং বাল্লা সরারচর এলাকার মো. জামালের ছেলে প্রমাণ (২৩)। 

আটকের সময় তাঁদের কাছ থেকে বিভিন্ন ট্রেনের ১১৫টি আসনের ৪২টি টিকিট, দুটি মনিটর, দুটি সিপিইউ, দুটি প্রিন্টার, দুটি কি–বোর্ড ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। 

আটককৃতদের বরাতে রেলওয়ে পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা টিকিট কালোবাজারির কথা স্বীকার করেছেন। তাঁরা বিভিন্ন ব্যক্তির এনআইডি ও মোবাইল নম্বর ব্যবহার করে রেলসেবা অ্যাপসে অসংখ্য আইডি খুলে অনলাইনের মাধ্যমে টিকিটগুলো সংগ্রহ করতেন। 

তাঁরা তাঁদের তৈরি করা ফেসবুক পেজে বিভিন্ন তারিখের, বিভিন্ন গন্তব্যের টিকিটের বিজ্ঞাপন দিতেন। ফলে ওই পেজ ও গ্রুপের ফলোয়াররা তারিখ উল্লেখ করে টিকিটের জন্য মেসেজ পাঠাতেন। পরে গ্রুপ ও পেজের অ্যাডমিন বাপ্পি মিয়া (আটক) মেসেঞ্জারে ক্রেতার সঙ্গে যোগাযোগ করে বেশি দামে টিকিট বিক্রি করতেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ক্রেতার কাছে ছবি সরবরাহ করতেন। 

এ বিষয়ে ঢাকা রেলওয়ে জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে জানান, ঢাকা জেলার যেকোনো স্টেশনে অপরাধ দমনে সব সময়ই নজরদারি করা হয়। এরই অংশ হিসেবে তিনজন টিকিট কালোবাজারিকে আটক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির দলীয় স্লোগান, নিষেধ করায় তোপের মুখে ইউএনও

যুবদল নেতার মামলায় আসামি মৃত ব্যক্তি, হাজতি ও প্রবাসী

হাওরে বিদ্যুৎ সংযোগ: বাঁশের খুঁটিতে ৩৩,০০০ ভোল্টের লাইন

কিশোরগঞ্জে কুকুরকে বাঁচাতে গিয়ে টমটম খাদে পড়ে চালকের মৃত্যু, আহত ৩

ইটনায় সংঘর্ষে প্রাণ গেল যুবকের

দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলে এককাট্টা বিএনপির পাঁচ নেতা

ইটনায় যুবদল নেতার বিরুদ্ধে তিন বাড়িতে হামলা-লুটপাট চালানোর অভিযোগ

খোঁপার ভাঁজে লুকানো ২ হাজার ইয়াবা, ভৈরবে নারী আটক

ভৈরবে গ্যাসের লিকেজ থেকে আগুন, ১০ শিশুসহ দগ্ধ ১৫

নারীকে বেধড়ক পিটিয়ে রাস্তায় ফেলে এল স্বামী, কামড়াল কুকুর