হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ইউএনওর বিদায়ে কাঁদলেন জনপ্রতিনিধিরা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরীর বিদায় অনুষ্ঠানে আবেগ–আপ্লুত হয়ে কেঁদেছেন জনপ্রতিনিধিরা। কেঁদেছেন ইউএনও নিজেও। আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদের সভাকক্ষে এমন দৃশ্যের অবতারণা হয়। 

এর আগে দীর্ঘ দুই বছর চার মাস রোজলিন শহীদ চৌধুরী পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি তিনি নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় বদলি হন। দায়িত্ব পালনকালে তিনি একজন জনবান্ধব ইউএনও হিসেবে সব শ্রেণি–পেশার মানুষের কাছে পরিচিতি লাভ করেন। 

অনুষ্ঠানে ইউএনও রোজলিন শহীদ চৌধুরীও বক্তব্য দিতে গিয়ে আবেগ তাড়িত হয়ে পড়েন। এ সময় পুরো সভাকক্ষ নীরব হয়ে পড়ে। উপস্থিত সবার চোখে পানি চলে আসে। 

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন–এসিল্যান্ড তানিয়া আক্তার, জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ, চরফরাদী ইউপি চেয়ারম্যান মো. আবদুল মান্নান। 

আরও বক্তব্য দেন–উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, থানার ওসি নাহিদ হাসান সুমন, পৌরমেয়র নজরুল ইসলাম আকন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন অর রশীদ জুয়েল, মোছা শামছুন্নাহার আপেল, অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, অধ্যক্ষ মো. মোজাম্মেল হক, সাবেক অধ্যক্ষ মো. জসীম উদ্দীন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিছবাহ উদ্দিন, মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. শামছুদ্দীন, আবদুল হামিদ টিটু, ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, ইউপি চেয়ারম্যান মুছলেহ উদ্দিন প্রমুখ। সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলাম।

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা

নির্বাচনী হলফনামা: কাজী রেহা কবিরের বার্ষিক আয় ৫ লাখ ৪৪ হাজার টাকা

ড. ওসমান ফারুকের সম্পদ ৬ কোটির বেশি, বিদেশি মুদ্রা প্রায় ১২ লাখ ডলার

মাটি কেটে বেড়িবাঁধ: ৮ মাসেও ভরাট করা হয়নি জমি

কিশোরগঞ্জে বিএনপির ৭ বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, চিন্তিত তৃণমূল নেতা-কর্মীরা