হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

হাওরের পানিতে গোসলে নেমে দুই পর্যটক নিখোঁজ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের নিকলী হাওরে ঘুরতে গিয়ে পানিতে গোসল করতে নেমে মো. আলমগীর (২০) ও রনি (২২) নামের দুই পর্যটক নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে নিকলী উপজেলার গোড়াদিঘা এলাকায় গোসল করার সময় ঘোড়াউত্রা নদীতে তাঁরা নিখোঁজ হন। 

নিখোঁজ হওয়া দুই পর্যটকের মধ্যে মো. আলমগীর গাইবান্ধা জেলার সদর উপজেলার ভবানীপুর গ্রামের মো. সাইদুরের ছেলে এবং রনি কুমিল্লা জেলার লাকসাম উপজেলার কোয়ালবাজার গ্রামের জসিমের ছেলে। 

নিখোঁজ দুই পর্যটকই পিকআপচালক। তাঁদের মধ্যে আলমগীর ঢাকার গেন্ডারিয়া এলাকায় থেকে পিকআপ চালান এবং রনি ঢাকার পূর্ব রসুলপুর কামরাঙ্গীরচর এলাকায় থেকে পিকআপ চালান। 

নিকলী থানার ওসি মো. শামছুল আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে দুটি পর্যটক টিম নিকলীতে আসে। এর মধ্যে একটি টিমে ২৫ থেকে ২৬ জন এবং অপর টিমে ৩০ থেকে ৩৫ জন পর্যটক ছিলেন। তাঁদের মধ্যে অনেকেই শুক্রবার দুপুরের পর নিকলী উপজেলার গোড়াদিঘা এলাকার কেওড়া বনের পাশে নদীতে গোসল করতে পানিতে নামেন। এ সময় অন্যরা নৌকায় উঠে এলেও ওই দুই পর্যটক নিখোঁজ থাকেন। 

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে তাঁদের কোনো খোঁজ না পাওয়ায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিখোঁজ দুই পর্যটকের পরিবারের লোকজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও ওসি জানান। 

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৫৭ প্রাথমিক স্কুল, ব্যাহত পাঠদান

কিশোরগঞ্জের ৬টি আসন: প্রতীক বরাদ্দের আগেই প্রচার

অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী রেহা কবিরের গণসংযোগ

কিশোরগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা