হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

অষ্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রামের সদর ইউনিয়ন বড় হাওর এলাকায় মহেন্দ্র ট্রাক উল্টে খোকন মিয়া (৩২) নামে এক চালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তাঁর সহযোগী আল আমিন (২৭)। 

গতকাল মঙ্গলবার রাতে উপজেলা সদর ইউনিয়নের কেওডা ঘাটের দক্ষিণে অষ্টগ্রাম বড় হাওর সড়কে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত খোকন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সরাইল দক্ষিণ আড়িপাইল গ্রামের আবদুল আক্কাসের ছেলে। আহত আল আমিন অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের কবিরখান্দান গ্রামের বকুল মিয়ার ছেলে। 
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাক চালক খোকন মিয়া অষ্টগ্রামের বিভিন্ন হাওরের জমি থেকে কৃষকের ধান পরিবহন করতেন। গতকাল মঙ্গলবার রাতে ধান পরিবহনের সময় হঠাৎ ট্রাক থেকে লরিটি বিচ্ছিন্ন হয়ে উল্টে যায়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান খোকন মিয়া। গুরুতর আহত হন তাঁর সহযোগী আল আমিন (২৭)। 

আল আমিনকে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। 

অষ্টগ্রাম থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) সুজিৎ কুমার সরকার বলেন, ‘নিহত খোকনের স্বজনের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৫৭ প্রাথমিক স্কুল, ব্যাহত পাঠদান

কিশোরগঞ্জের ৬টি আসন: প্রতীক বরাদ্দের আগেই প্রচার

অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী রেহা কবিরের গণসংযোগ

কিশোরগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা