হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

প্রায় দেড় মাস পর কার্যালয় খুলে সভা করল কিশোরগঞ্জ বিএনপি

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রায় দেড় মাস পর খুলল কিশোরগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ের তালা। আজ শনিবার বিকেলে তালা খুলে শতাধিক নেতা-কর্মী কার্যালয়ে প্রবেশ করেন। পরে সেখানে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এ দিকে তালা খোলার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নজরদারি করেন। কিন্তু কোনো আটকের খবর পাওয়া যায়নি। 

জেলা বিএনপির নেতা-কর্মীরা জানান, দীর্ঘ দেড় মাস পর জেলা বিএনপির কার্যালয়টিতে নেতা-কর্মীরা প্রবেশ করেছেন। বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভাকে কেন্দ্র করে দলটির নেতা-কর্মীদের উপস্থিতিতে সরব হয়ে উঠেছে জেলা শহরের স্টেশন রোডের কার্যালয়টি। গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে ঘিরে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এর রেশ ধরে দেড় মাসের বেশি সময় ধরে তালাবদ্ধ দলটির কিশোরগঞ্জ জেলা কার্যালয়। জেলাজুড়ে গ্রেপ্তার অভিযানে আতঙ্কিত নেতা-কর্মীরা কার্যালয়মুখী হননি খুব একটা। 

আলোচনা সভায় অংশ নিতে আসা নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘ সময় পর দলীয় কর্মসূচিতে সরব হতে পেরে তাঁদের ভালো লাগছে। এ ছাড়া তারা আবার সরকার পতনের আন্দোলনে উজ্জীবিত হবেন। 

মহান বিজয় দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহসভাপতি ও সিনিয়র আইনজীবী জাহাঙ্গীর আলম মোল্লা। 

এতে প্রধান অতিথি ছিলেন—আমিরুজ্জামান জামান। সভায় প্রধান বক্তা ছিলেন সিনিয়র আইনজীবী ও জেলা বিএনপির সহসভাপতি জালাল উদ্দিন। 

এতে বিশেষ অতিথি ছিলেন—জেলা বিএনপির সহসভাপতি রুহুল হোসাইন। সভাটি সঞ্চালনায় ছিলেন-জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক আইনজীবী ফয়জুল করিম মুবিন।

কিশোরগঞ্জের ৬টি আসন: প্রতীক বরাদ্দের আগেই প্রচার

অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী রেহা কবিরের গণসংযোগ

কিশোরগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা