হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

পিক ভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে পিকআপ ভ্যানের সঙ্গে মঈন (১৬) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। 

আজ বুধবার বিকেলে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের চারিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মঈন উপজেলার আচমিতা গ্রামের মজলু মিয়ার ছেলে ও আচমিতা জর্জ ইনস্টিটিউশনের দশম শ্রেণির ছাত্র। 

এ সময় মোটরসাইকেল থাকা আরোহী তার চাচাতো ভাই মো. সোলেমানও (২৩) গুরুতর আহত হন। আহত সোলেমানকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। 

স্থানীয়রা জানান, মঈন ও তাঁর চাচাতো ভাই বাড়ি থেকে মোটরসাইকেলে কটিয়াদীতে আসছিলেন। পথে চারিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জগামী পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মঈনের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী সোলেমানকে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি পালিয়ে যায়। 

কটিয়াদী হাইওয়ে থানার ইনচার্জ মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

যুবদল নেতার মামলায় আসামি মৃত ব্যক্তি, হাজতি ও প্রবাসী

হাওরে বিদ্যুৎ সংযোগ: বাঁশের খুঁটিতে ৩৩,০০০ ভোল্টের লাইন

কিশোরগঞ্জে কুকুরকে বাঁচাতে গিয়ে টমটম খাদে পড়ে চালকের মৃত্যু, আহত ৩

ইটনায় সংঘর্ষে প্রাণ গেল যুবকের

দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলে এককাট্টা বিএনপির পাঁচ নেতা

ইটনায় যুবদল নেতার বিরুদ্ধে তিন বাড়িতে হামলা-লুটপাট চালানোর অভিযোগ

খোঁপার ভাঁজে লুকানো ২ হাজার ইয়াবা, ভৈরবে নারী আটক

ভৈরবে গ্যাসের লিকেজ থেকে আগুন, ১০ শিশুসহ দগ্ধ ১৫

নারীকে বেধড়ক পিটিয়ে রাস্তায় ফেলে এল স্বামী, কামড়াল কুকুর

কিশোরগঞ্জে হকারদের হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ