হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

মায়ের জন্য পাঠানো প্রবাসীর টাকা ভুল নম্বরে, ফেরত দিয়ে প্রশংসিত শরবত বিক্রেতা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিকাশ নম্বরে ভুল করে আসা ৪৬ হাজার ৫০০ টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন ইলিয়াস নামের এক ব্যবসায়ী। গতকাল রোববার উপজেলার তারাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

মো. ইলিয়াস তারাকান্দি বাজারে শরবত বিক্রি করেন। তিনি উপজেলার চরটেকী গ্রামের মোনতাজ উদ্দিনের ছেলে। 

জানা গেছে, গত শনিবার রাতে ইলিয়াসের ব্যবহৃত বিকাশ নম্বরে ৪৬ হাজার ৫০০ টাকা আসে। কিছুক্ষণ পর বিদেশ থেকে একজন তাঁকে কল করে বলেন, তিনি তাঁর মায়ের নম্বরে টাকা পাঠিয়েছেন। কিন্তু ভুলবশত ইলিয়াসের নম্বরে চলে গেছে। রাত গভীর হওয়ায় ইলিয়াস সকালে টাকা পাঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। সকালে ওই প্রবাসীর মায়ের সঙ্গে যোগাযোগ করে টাকাগুলো ফেরত দেন। ওই প্রবাসীর মা লক্ষ্মীপুর জেলার বাসিন্দা।

ইলিয়াস বলেন, ‘আমি শরবত বিক্রেতা। টাকাপয়সার প্রতি আমার লোভ নেই। বিকাশে ভুলবশত টাকা আসার পর চিন্তায় পড়ে যাই। কিছু সময় পর যিনি টাকা পাঠিয়েছেন তিনি কল দিলে আমি টাকার মালিক খুঁজে পাই। পরে তাঁর মায়ের সঙ্গে যোগাযোগ করে রোববার দুপুরের দিকে টাকাগুলো পাঠিয়ে দিই। উনারা আমার প্রশংসা করেছেন। শরবত বিক্রির ফাঁকে ফাঁকে সামাজিক কাজ করার চেষ্টা করি। মানুষের উপকার করার চেষ্টা করি।’ 

সন্ধ্যায় টাকা ফেরত দেওয়ার স্ক্রিনশটসহ বিষয়টি ইলিয়াস তাঁর ফেসবুক আইডিতে পোস্ট করেন। ফেসবুক ব্যবহারকারীরা তাঁর অকুণ্ঠ প্রশংসা করে মন্তব্য করেছেন।

মো. শফিকুল ইসলাম শফিক নামে একজন মন্তব্য করেছেন, ‘কিছুদিন আগে ৫০০ টাকা ভুলে অন্য নম্বরে ফ্লেক্সিলোড হয়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে জানালে উত্তেজিত হয় এবং সাফ সাফ বলে দে, টাকা দেবে না। আর তুমি ইলিয়াস ৪৬ হাজার ৫০০ টাকা ফেরত দিস! এটি কোনা ছোট বিষয় না, অনেক বড়।’ 

মাসুম নামের একজন মন্তব্য করেন, ‘চিপা চাপায় এ রকম কয়েকজন সাদা মনের মানুষের কারণে এখনো দুনিয়া টিকে আছে।’ 

আজিজুল আকন্দ নামের অন্য একজন বলেন, ‘এমন একটা মহৎ কাজের জন্য নিশ্চয়ই আল্লাহ এর প্রতিদান দেবেন।’

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা

নির্বাচনী হলফনামা: কাজী রেহা কবিরের বার্ষিক আয় ৫ লাখ ৪৪ হাজার টাকা

ড. ওসমান ফারুকের সম্পদ ৬ কোটির বেশি, বিদেশি মুদ্রা প্রায় ১২ লাখ ডলার

মাটি কেটে বেড়িবাঁধ: ৮ মাসেও ভরাট করা হয়নি জমি

কিশোরগঞ্জে বিএনপির ৭ বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, চিন্তিত তৃণমূল নেতা-কর্মীরা