হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরী ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৮ বছর পর গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে অপহরণের পর কিশোরী ধর্ষণের মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. মানিক মিয়াকে ১৮ বছর পর (৫২) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা। 

আজ সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব। মানিক মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার খিলপাড়া এলাকার বাসিন্দা।   

র‍্যাব জানায়, ২০০৫ সালের ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে মো. মানিক মিয়া ও তাঁর সহযোগী এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণ করে। ঘটনার পর একই বছরের ১৬ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে কিশোরী নিজেই বাদী হয়ে মানিক মিয়াকে প্রধান আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। এদিকে ঘটনার পর থেকে আসামি মানিক মিয়ার পলাতক ছিলেন।

র‍্যাব আরও জানায়, আসামি মানিক মিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১ এর সিনিয়র জেলা ও দায়রা জজ কিরণ শংকর হালদার মানিক মিয়াকে যাবজ্জীবন সাজা দেন। রায়ে তাঁকে সশ্রম যাবজ্জীবনসহ ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় রোববার রাত সাড়ে এগারোটার দিকে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানা ও স্কোয়াড কমান্ডার মো. শহিদুল্লাহের নেতৃত্বে র‍্যাবের একটি দল অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করে। 

র‍্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানা জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি মানিক মিয়ার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

হাওরে বিদ্যুৎ সংযোগ: বাঁশের খুঁটিতে ৩৩,০০০ ভোল্টের লাইন

কিশোরগঞ্জে কুকুরকে বাঁচাতে গিয়ে টমটম খাদে পড়ে চালকের মৃত্যু, আহত ৩

ইটনায় সংঘর্ষে প্রাণ গেল যুবকের

দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলে এককাট্টা বিএনপির পাঁচ নেতা

ইটনায় যুবদল নেতার বিরুদ্ধে তিন বাড়িতে হামলা-লুটপাট চালানোর অভিযোগ

খোঁপার ভাঁজে লুকানো ২ হাজার ইয়াবা, ভৈরবে নারী আটক

ভৈরবে গ্যাসের লিকেজ থেকে আগুন, ১০ শিশুসহ দগ্ধ ১৫

নারীকে বেধড়ক পিটিয়ে রাস্তায় ফেলে এল স্বামী, কামড়াল কুকুর

কিশোরগঞ্জে হকারদের হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করলেন বরখাস্ত স্কুল সভাপতি