হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

৩৪ মাস বিল বকেয়া, আ.লীগ নেতার বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন করলেন ভ্রাম্যমাণ আদালত

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফার বাড়ির বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে সংযোগ বিচ্ছিন্ন করেন ভ্রাম্যমাণ আদালত। গোলাম মোস্তফার বকেয়া বিদ্যুৎ বিল ১ লাখ ২৫ হাজার ১৮০ টাকা। 

বিষয়টি নিশ্চিত করে কটিয়াদী জোনাল অফিসের উপমহাব্যবস্থাক (ডিজিএম) সোহরাব হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘যাঁরা দীর্ঘদিন যাবৎ নোটিশ করার পরও বকেয়া বিল পরিশোধ করছেন না, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।’ 

জানা গেছে, ৩৪ মাস যাবৎ বাড়ির বিদ্যুৎ বিল পরিশোধ করছেন না আওয়ামী লীগের নেতা গোলাম মোস্তফা। বারবার নোটিশ দেওয়া হলেও তিনি কর্ণপাত করেননি। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত তাঁর বাড়ির বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করেন। এ ছাড়া আরও ৯টি বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খানজাদা শাহরিয়ার বিন মান্নান। উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কটিয়াদী জোনাল অফিসের ডিজিএম সোহরাব হাসান, এজিএম মো. আশেকুর রহমানসহ পুলিশ ও আনসার সদস্যরা।

হাওরে বিদ্যুৎ সংযোগ: বাঁশের খুঁটিতে ৩৩,০০০ ভোল্টের লাইন

কিশোরগঞ্জে কুকুরকে বাঁচাতে গিয়ে টমটম খাদে পড়ে চালকের মৃত্যু, আহত ৩

ইটনায় সংঘর্ষে প্রাণ গেল যুবকের

দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলে এককাট্টা বিএনপির পাঁচ নেতা

ইটনায় যুবদল নেতার বিরুদ্ধে তিন বাড়িতে হামলা-লুটপাট চালানোর অভিযোগ

খোঁপার ভাঁজে লুকানো ২ হাজার ইয়াবা, ভৈরবে নারী আটক

ভৈরবে গ্যাসের লিকেজ থেকে আগুন, ১০ শিশুসহ দগ্ধ ১৫

নারীকে বেধড়ক পিটিয়ে রাস্তায় ফেলে এল স্বামী, কামড়াল কুকুর

কিশোরগঞ্জে হকারদের হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করলেন বরখাস্ত স্কুল সভাপতি