হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

করিমগঞ্জের ২ ইউপি সদস্য সাময়িক বরখাস্ত

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই ওয়ার্ডের সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার কিশোরগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।

আজ মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছিল। সেই মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করলে আদালতে তা গৃহীত হয়। তাই স্থানীয় সরকার মন্ত্রণালয় তাদের সাময়িক বরখাস্ত করেছে। পাশাপাশি কেন তাদের চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, এ মর্মে আগামী ১০ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। তাঁরা কারণ দর্শানোর সন্তোষজনক জবাব না দিতে পারলে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে।’

সাময়িক বরখাস্তকৃতরা হলেন—জাফরাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মতিউর রহমান ও ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সোহাগ মিয়া।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, গত ১ আগস্ট টিসিবির ডিলার আব্দুল কুদ্দুস ও ট্যাগ অফিসার খায়রুল ইসলামকে সরকারি কাজে বাধা দান, মারধর দিয়ে জখম করা ও ভয় দেখানোর অভিযোগ ওঠে ইউপি সদস্য মো. মতিউর রহমান ও মো. সোহাগ মিয়ার বিরুদ্ধে। পরে জাফরাবাদ ইউনিয়ন পরিষদের সচিব মো. আমির হামজা বাদী হয়ে গত ৩ আগস্ট করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত করে অভিযোগপত্র দাখিল করলে আদালতে তা গৃহীত হয়।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৫৭ প্রাথমিক স্কুল, ব্যাহত পাঠদান

কিশোরগঞ্জের ৬টি আসন: প্রতীক বরাদ্দের আগেই প্রচার

অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী রেহা কবিরের গণসংযোগ

কিশোরগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা