হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

১৫ বছর পর ভোট দিলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

দীর্ঘ ১৫ বছর পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র এসে ভোট দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ রোববার বেলা ৩টা ৫৫ মিনিটে তাঁর পৈতৃক বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই নাতনিসহ এসে ভোট দেন তিনি। 

এসব তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান। 

তিনি জানান, ভোট গ্রহণ শেষ হওয়ার ৫ মিনিট আগে সাবেক রাষ্ট্রপতি তাঁর দুই নাতনিকে নিয়ে ভোটকেন্দ্রে যান এবং ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান তারেক কামালসহ তাঁর স্বজনেরা ভোটকেন্দ্রের বাইরে অবস্থান করেন। 

সবশেষ ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র এসে ভোট দিয়েছিলেন আবদুল হামিদ। ওই নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 

২০১৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত হন আবদুল হামিদ। ২০১৮ সালে দ্বিতীয় মেয়াদে দেশের ২১তম রাষ্ট্রপতির শপথ নেন তিনি। দুই মেয়াদে দীর্ঘ ১০ বছরের বেশি সময় দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। দায়িত্ব পালনকালে তিনি ভোট দিতে পারেননি। গত বছর এপ্রিলে বিদায় নেন তিনি। 

এদিকে ২০১৩ সালে তিনি স্পিকার থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হলে এই আসন শূন্য হয়। পরে এই আসনে উপনির্বাচনসহ তিনবার সংসদ সদস্য হন তাঁর বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক। রেজওয়ান এবারও আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে নির্বাচন করেছেন।

বিয়ের তিন বছরের মাথায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

নরসুন্দার তীর থেকে ৪ শতাধিক গ্রিল উধাও

বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির দলীয় স্লোগান, নিষেধ করায় তোপের মুখে ইউএনও

যুবদল নেতার মামলায় আসামি মৃত ব্যক্তি, হাজতি ও প্রবাসী

হাওরে বিদ্যুৎ সংযোগ: বাঁশের খুঁটিতে ৩৩,০০০ ভোল্টের লাইন

কিশোরগঞ্জে কুকুরকে বাঁচাতে গিয়ে টমটম খাদে পড়ে চালকের মৃত্যু, আহত ৩

ইটনায় সংঘর্ষে প্রাণ গেল যুবকের

দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলে এককাট্টা বিএনপির পাঁচ নেতা

ইটনায় যুবদল নেতার বিরুদ্ধে তিন বাড়িতে হামলা-লুটপাট চালানোর অভিযোগ

খোঁপার ভাঁজে লুকানো ২ হাজার ইয়াবা, ভৈরবে নারী আটক