হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

বাজিতপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুরে কথা-কাটাকাটির জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে কলেজছাত্র রাকিব হোসেন (১৮) নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার সরারচর ইউনিয়নের পুরানগাঁও মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত রাকিব হোসেনের পিতার নাম আবুল কাশেম। এবং রাকিব বাজিতপুর সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। 
 
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে বড় ভাই রাকিবের সঙ্গে ছোট ভাই জাকিরের (১৫) কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই ছোট ভাই জাকিরকে লাঠি দিয়ে আঘাত করেন। 
 
সন্ধ্যার পর রাকিব বাড়িতে ফিরলে ছোট ভাই জাকিরের ছুরিকাঘাতে বড় ভাই আহত হন। গুরুতর আহত অবস্থায় রাকিবকে স্থানীয়রা উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে নিশ্চিত ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই রাকিব নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ছোট ভাই জাকিরকে আটক করার অভিযান চলছে। 

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা

নির্বাচনী হলফনামা: কাজী রেহা কবিরের বার্ষিক আয় ৫ লাখ ৪৪ হাজার টাকা

ড. ওসমান ফারুকের সম্পদ ৬ কোটির বেশি, বিদেশি মুদ্রা প্রায় ১২ লাখ ডলার

মাটি কেটে বেড়িবাঁধ: ৮ মাসেও ভরাট করা হয়নি জমি