হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

বাজিতপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুরে কথা-কাটাকাটির জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে কলেজছাত্র রাকিব হোসেন (১৮) নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার সরারচর ইউনিয়নের পুরানগাঁও মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত রাকিব হোসেনের পিতার নাম আবুল কাশেম। এবং রাকিব বাজিতপুর সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। 
 
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে বড় ভাই রাকিবের সঙ্গে ছোট ভাই জাকিরের (১৫) কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই ছোট ভাই জাকিরকে লাঠি দিয়ে আঘাত করেন। 
 
সন্ধ্যার পর রাকিব বাড়িতে ফিরলে ছোট ভাই জাকিরের ছুরিকাঘাতে বড় ভাই আহত হন। গুরুতর আহত অবস্থায় রাকিবকে স্থানীয়রা উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে নিশ্চিত ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই রাকিব নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ছোট ভাই জাকিরকে আটক করার অভিযান চলছে। 

কিশোরগঞ্জে বিএনপির ৭ বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, চিন্তিত তৃণমূল নেতা-কর্মীরা

জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণ মেলেনি ছয় বছরেও

তীব্র শীতে শীতার্তদের পাশে কিশোরগঞ্জ জেলা প্রশাসন, রেলস্টেশনে কম্বল বিতরণ

পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল পৌনে ১২ কোটি টাকা

পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

মুরগি কেনার সিরিয়াল নিয়ে তর্ক, বৃদ্ধকে পিটিয়ে হত্যা

সুদানে ড্রোন হামলায় শহীদ পাকুন্দিয়ার সেনাসদস্য জাহাঙ্গীর আলমের দাফন

বিয়ের তিন বছরের মাথায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

নরসুন্দার তীর থেকে ৪ শতাধিক গ্রিল উধাও

বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির দলীয় স্লোগান, নিষেধ করায় তোপের মুখে ইউএনও