কিশোরগঞ্জের কুলিয়ারচরে বজ্রপাতে মো. আসমত আলী (৬০) নামে এক কৃষক মারা গেছেন। আজ সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার গোবরিয়া আবদুল্লাহপুর ইউনিয়নের কাজীর মোড়ের পাশে কৃষিজমি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
আসমত আলী কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আবদুল্লাহপুর ইউনিয়নের পূর্ব গোবরিয়া ফালু মাস্টারের বাড়ির মৃত সাহেব আলীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. আসাদুল হক মঞ্জু জানান, আসমত বাড়িতে কৃষিকাজ করতেন। তাঁর পরিবারের লোকজন ঢাকায় থাকেন। গতকাল রোববার থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর কৃষিজমিতে তাঁর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
এ বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই কৃষক বজ্রপাতে নিহত হয়েছে। পরবর্তী সময়ে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জেনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।