হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের হাওরে বজ্রপাতে নারীসহ নিহত ৩

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও মিঠামইনে হাওরে মাছ ধরা, ধান কাটা ও খড় শুকাতে গিয়ে বজ্রপাতে এক নারীসহ কৃষক ও জেলে নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ও দুপুরের দিকে অষ্টগ্রাম ও মিঠামইনের পৃথক তিন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের হালালপুর গ্রামের মৃত যতিন্দ্র দাসের ছেলে ইন্দ্রজিত দাস (৩৬), খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের আনেয়ারপুর গ্রামের বাসিন্দা মো. ইদ্রিস মিয়ার ছেলে স্বাধীন মিয়া (১৪) ও মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের রানিগঞ্জ গ্রামের আশরব আলীর স্ত্রী ফুলেছা বেগম (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে কলমা ইউনিয়নের হালালপুর গ্রামের ইন্দ্রজিৎ দাস হাওরে ধান কাটতে যান। এ সময় আকাশে মেঘ করলে বজ্রপাত শুরু হয়। এতে বজ্রপাতের আঘাতে ইন্দ্রজিৎ নিহত হন। পরে খবর পেয়ে তা়ঁর স্বজনেরা মরদেহ উদ্ধার করেন।

দুপুরে অষ্টগ্রাম উপজেলার আনোয়ারপুর গ্রামের বাসিন্দা স্বাধীন মিয়া খয়েরপুর হাওরে মাছ ধরতে যান। মাছ ধরার সময় হঠাৎ আকাশে মেঘ করে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের আঘাতে স্বাধীন আহত হন। খবর পেয়ে স্বজনেরা তাঁকে উদ্ধার স্থানীয় বেসরকারি চিকিৎসাকেন্দ্রে নিলে চিকিৎসক স্বাধীনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

অন্যদিকে মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের রানিগঞ্জ গ্রামে সকালে বাড়ির সামনে পতিত জমিতে ধানের খড় শুকানোর সময় আকাশে মেঘ করে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতের আঘাতে ফুলেছা বেগম নিহত হন। খবর পেয়ে স্বজনেরা তাঁর মরদেহ উদ্ধার করেন।

মিঠামইন থানার উপপরিদর্শক (এসআই) অর্পন বিশ্বাস বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৫৭ প্রাথমিক স্কুল, ব্যাহত পাঠদান

কিশোরগঞ্জের ৬টি আসন: প্রতীক বরাদ্দের আগেই প্রচার

অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী রেহা কবিরের গণসংযোগ

কিশোরগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা