হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

গরম বাড়লে বিদ্যুৎ সরবারহ কমে, দিনে ১৬ ঘণ্টা লোডশেডিং

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের হাওর বেষ্টিত মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নে দিনে ১৪-১৬ ঘণ্টা লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন করেছে কাটখাল ইউনিয়নবাসী। 

আজ সোমবার বিকেলে সাড়ে ৪টার দিকে কাটখাল ইউনিয়নের কাটখাল বাজারে মানববন্ধন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন কাটখাল ইউনিয়ন চেয়ারম্যান তাজুল ইসলাম, ব্যবসায়ী নেতা ডা. আজিজুল হক ও ইউপি সদস্য শাহজালালসহ অনেকে। 

জানা গেছে, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি মিঠামইন জোনাল অফিসের অধীনে উপজেলার ৭টি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ করা হয়। কাটখাল, বৈরাটি ও ঢাকীর আংশিক ইউনিয়ন নিয়ে মিঠামইন সাবস্টেশনের চতুর্থ ফিডার। গত দুই মাস ধরে এই এলাকায় দিনে ১৪-১৬ ঘণ্টা লোডশেডিং চলছে। 

স্থানীয়রা জানান, কাটখাল, বৈরাটিতে লাগামহীন লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ট। শিক্ষার্থীদের পড়া-লেখা, বিদ্যুৎ চালিত যানবাহন ও উৎপাদনমুখী মেশিন দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকে লোডশেডিংএ জন্য। ভ্যাপসা গরমে অতিষ্ঠ মানুষ। 

কাটখাল ইউনিয়নের সাহেবনগর গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান (৪৫) বলেন, ‘শুনি দেশে সবচেয়ে বেশি বিদ্যুৎ হইছে, তাইলে আমরা বিদ্যুৎ পাই না কেন? আমাদের এলাকায় দিনে ৮-১০ ঘণ্টা বিদ্যুৎ থাকে।’ 

কাটখাল ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, ‘আমার ইউনিয়নে ১৪-১৬ ঘণ্টা লোডশেডিং হয়, এতে ছাত্র-ছাত্রীর লেখা-পড়া, শিশুরা ও বয়স্ক মানুষরা চরম বিপাকে পড়ছে। আমি দ্রুত বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর দাবী করছি।’ 

পল্লী বিদ্যুৎ কাটখাল ইউনিয়ন অভিযোগ কেন্দ্রের ইনচার্জ আমিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সারা দেশ ব্যাপী বিদ্যুৎ সমস্যা, তবে আমরা বিষয়টি ঊর্ধ্বন কর্তৃপক্ষকে অবহিত করেছি। আশা করছি দ্রুত বিদ্যুৎ সরবরাহের আরও উন্নতি হবে।’

অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী রেহা কবিরের গণসংযোগ

কিশোরগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা

নির্বাচনী হলফনামা: কাজী রেহা কবিরের বার্ষিক আয় ৫ লাখ ৪৪ হাজার টাকা