হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

গরম বাড়লে বিদ্যুৎ সরবারহ কমে, দিনে ১৬ ঘণ্টা লোডশেডিং

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের হাওর বেষ্টিত মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নে দিনে ১৪-১৬ ঘণ্টা লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন করেছে কাটখাল ইউনিয়নবাসী। 

আজ সোমবার বিকেলে সাড়ে ৪টার দিকে কাটখাল ইউনিয়নের কাটখাল বাজারে মানববন্ধন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন কাটখাল ইউনিয়ন চেয়ারম্যান তাজুল ইসলাম, ব্যবসায়ী নেতা ডা. আজিজুল হক ও ইউপি সদস্য শাহজালালসহ অনেকে। 

জানা গেছে, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি মিঠামইন জোনাল অফিসের অধীনে উপজেলার ৭টি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ করা হয়। কাটখাল, বৈরাটি ও ঢাকীর আংশিক ইউনিয়ন নিয়ে মিঠামইন সাবস্টেশনের চতুর্থ ফিডার। গত দুই মাস ধরে এই এলাকায় দিনে ১৪-১৬ ঘণ্টা লোডশেডিং চলছে। 

স্থানীয়রা জানান, কাটখাল, বৈরাটিতে লাগামহীন লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ট। শিক্ষার্থীদের পড়া-লেখা, বিদ্যুৎ চালিত যানবাহন ও উৎপাদনমুখী মেশিন দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকে লোডশেডিংএ জন্য। ভ্যাপসা গরমে অতিষ্ঠ মানুষ। 

কাটখাল ইউনিয়নের সাহেবনগর গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান (৪৫) বলেন, ‘শুনি দেশে সবচেয়ে বেশি বিদ্যুৎ হইছে, তাইলে আমরা বিদ্যুৎ পাই না কেন? আমাদের এলাকায় দিনে ৮-১০ ঘণ্টা বিদ্যুৎ থাকে।’ 

কাটখাল ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, ‘আমার ইউনিয়নে ১৪-১৬ ঘণ্টা লোডশেডিং হয়, এতে ছাত্র-ছাত্রীর লেখা-পড়া, শিশুরা ও বয়স্ক মানুষরা চরম বিপাকে পড়ছে। আমি দ্রুত বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর দাবী করছি।’ 

পল্লী বিদ্যুৎ কাটখাল ইউনিয়ন অভিযোগ কেন্দ্রের ইনচার্জ আমিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সারা দেশ ব্যাপী বিদ্যুৎ সমস্যা, তবে আমরা বিষয়টি ঊর্ধ্বন কর্তৃপক্ষকে অবহিত করেছি। আশা করছি দ্রুত বিদ্যুৎ সরবরাহের আরও উন্নতি হবে।’

হাওরে বিদ্যুৎ সংযোগ: বাঁশের খুঁটিতে ৩৩,০০০ ভোল্টের লাইন

কিশোরগঞ্জে কুকুরকে বাঁচাতে গিয়ে টমটম খাদে পড়ে চালকের মৃত্যু, আহত ৩

ইটনায় সংঘর্ষে প্রাণ গেল যুবকের

দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলে এককাট্টা বিএনপির পাঁচ নেতা

ইটনায় যুবদল নেতার বিরুদ্ধে তিন বাড়িতে হামলা-লুটপাট চালানোর অভিযোগ

খোঁপার ভাঁজে লুকানো ২ হাজার ইয়াবা, ভৈরবে নারী আটক

ভৈরবে গ্যাসের লিকেজ থেকে আগুন, ১০ শিশুসহ দগ্ধ ১৫

নারীকে বেধড়ক পিটিয়ে রাস্তায় ফেলে এল স্বামী, কামড়াল কুকুর

কিশোরগঞ্জে হকারদের হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করলেন বরখাস্ত স্কুল সভাপতি