হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

বিসিবির সাবেক সভাপতি পাপনের পিএসসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জ প্রতিনিধি

র‍্যাবের হাতে গ্রেপ্তার বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের পিএস সাখাওয়াত হোসেন মোল্লা ও ভৈরব উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হেকিম রায়হান। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী ও বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের ব্যক্তিগত সহকারীসহ (পিএস) দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল শনিবার বিকেলে র‍্যাব-১, ঢাকার সহযোগিতায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করেন র‍্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সদস্যরা।

গ্রেপ্তার দুজন হলেন সাবেক মন্ত্রীর পিএস সাখাওয়াত হোসেন মোল্লা (৫২) ও ভৈরব উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হেকিম রায়হান (৫২)।

র‍্যাব সূত্র জানায়, গত ১৯ জুলাই বেলা ২টা ও বিকেল ৪টার দিকে ভৈরব উপজেলার লক্ষ্মীপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় মামুন মিয়া, রুবেল মিয়া ও আলম সরকার বাদী হয়ে ভৈরব থানায় গত ২৭ আগস্ট দুটি ও ৭ সেপ্টেম্বর একটিসহ পৃথক তিনটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে র‍্যাবের দলটি শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। পরে তাঁদের ভৈরব থানায় হস্তান্তর করা হয়।

আজ রোববার র‍্যাব-১৪ অধিনায়কের পক্ষে র‍্যাবের মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা

নির্বাচনী হলফনামা: কাজী রেহা কবিরের বার্ষিক আয় ৫ লাখ ৪৪ হাজার টাকা

ড. ওসমান ফারুকের সম্পদ ৬ কোটির বেশি, বিদেশি মুদ্রা প্রায় ১২ লাখ ডলার

মাটি কেটে বেড়িবাঁধ: ৮ মাসেও ভরাট করা হয়নি জমি