হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

প্রধানমন্ত্রীকে দেওয়া উপহারের গরুর মাংস পেলেন ৮০০ মানুষ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া উপহারের গরু কোরবানি শেষে এর গোশত গরিব ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহার দিন বিকেলে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা উত্তরপাড়া গ্রামে কোরবানি শেষে গরুটির গোশত ৮০০ গরিব ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়। 

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মশিউর রহমান হুমায়ন উপস্থিত থেকে গরুর গোশত বিতরণ করেন।  

চরকাওনা উত্তরপাড়ার আশপাশের কয়েকটি গ্রামের ৮০০ মানুষের মধ্যে এসব গোশত উপহার হিসেবে বিতরণ করা হয়। 

এর আগে উপজেলার চরকাওনা উত্তরপাড়া গ্রামের আবু তাহের ব্যাপারীর ছেলে বুলবুল আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোরবানিতে এই গরু উপহার দেওয়ার জন্য লালন-পালন করেন। বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি এটি নিতে সম্মতি জ্ঞাপন করেন এবং বুলবুলের বাড়িতে কোরবানি শেষে এর গোশত গরিব-দুঃখী মানুষের মধ্যে বিলিয়ে দিতে বলেন। 

জানা গেছে, বুলবুল আহমেদ ২০২০ সালে মার্কিন ব্রাহমা জাতের এই ষাঁড় গরু কেনেন। ওই সময় এটি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোরবানি উপলক্ষে উপহার দেবেন বলে মনস্থির করেন। গত আড়াই বছর নিজে ষাঁড়টি লালন-পালন করেন। এটির বর্তমান ওজন হয়েছিল প্রায় ২১ মণ। দাম ৭-৮ লাখ টাকা। 

বুলবুল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য গরুটি দীর্ঘ আড়াই বছর ধরে লালন-পালন করেছিলেন। এটি আমার সন্তানের মতো। প্রধানমন্ত্রী এটিকে উপহার হিসেবে গ্রহণ করায় ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওনার নির্দেশনা মোতাবেক গরুটি আজ বিকেলে কোরবানি শেষে গরিব মানুষের মধ্যে বিতরণ করেছি।’

এ ব্যাপারে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মশিউর রহমান হুমায়ুন স্থানীয় সংবাদকর্মীদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুলবুলের ষাঁড়টি উপহার হিসেবে গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে আজ কোরবানি শেষে এর মাংস গরিব ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।

বিয়ের তিন বছরের মাথায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

নরসুন্দার তীর থেকে ৪ শতাধিক গ্রিল উধাও

বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির দলীয় স্লোগান, নিষেধ করায় তোপের মুখে ইউএনও

যুবদল নেতার মামলায় আসামি মৃত ব্যক্তি, হাজতি ও প্রবাসী

হাওরে বিদ্যুৎ সংযোগ: বাঁশের খুঁটিতে ৩৩,০০০ ভোল্টের লাইন

কিশোরগঞ্জে কুকুরকে বাঁচাতে গিয়ে টমটম খাদে পড়ে চালকের মৃত্যু, আহত ৩

ইটনায় সংঘর্ষে প্রাণ গেল যুবকের

দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলে এককাট্টা বিএনপির পাঁচ নেতা

ইটনায় যুবদল নেতার বিরুদ্ধে তিন বাড়িতে হামলা-লুটপাট চালানোর অভিযোগ

খোঁপার ভাঁজে লুকানো ২ হাজার ইয়াবা, ভৈরবে নারী আটক