হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

বাজিতপুরে ১ লাখ মিটারের অবৈধ কারেন্ট জাল জব্দ, ২ বিক্রেতাকে জরিমানা

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় দুটি জালের দোকানে অভিযান চালিয়ে ১ লাখ মিটারের অবৈধ কারেন্ট জাল ও আটটি চায়না জাল জব্দ করা হয়েছে। এই সময় দুই বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ বুধবার দুপুরে বাজিতপুর হিলচিয়া বাজার এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হুসাইন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মুহাম্মদ জিয়াউল হক জুয়েল, উপজেলা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আবু মো. আশরাফ উদ্দৌলা বুলবুল ও বাজিতপুর থানা-পুলিশের একটি দল। 

বিষয়টি নিশ্চিত করেন ইউএনও শামীম হুসাইন। তিনি বলেন, ‘১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও আটটি চায়না রিং জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ওই এলাকার মাছের প্রজনন ও বংশ বাড়াতে অবৈধ ও ক্ষতিকারক জাল ধ্বংস করার নিয়মিত অভিযান অব্যাহত আছে।’ 

উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় থেকে জানা গেছে, বাজিতপুর হিলচিয়া ইউনিয়নের দুটি জালের দোকানে অভিযান চালিয়ে ৫০০টি নতুন অবৈধ কারেন্ট জাল ও আটটি চায়না জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৩ লাখ টাকা। এই সময় অবৈধ কারেন্ট জাল বিক্রেতা পবিত্র দাসকে পাঁচ হাজার ও আনোয়ার হোসেনকে পাঁচ হাজার জরিমানা করা হয়। 

আজ বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মৎস্য অফিসের কর্মকর্তাদের উপস্থিতিতে হিলচিয়া বাজারে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেন সংশ্লিষ্টরা।

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা

নির্বাচনী হলফনামা: কাজী রেহা কবিরের বার্ষিক আয় ৫ লাখ ৪৪ হাজার টাকা

ড. ওসমান ফারুকের সম্পদ ৬ কোটির বেশি, বিদেশি মুদ্রা প্রায় ১২ লাখ ডলার

মাটি কেটে বেড়িবাঁধ: ৮ মাসেও ভরাট করা হয়নি জমি