হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

গা জ্বালাপোড়া করলেই পুকুরে নামতেন ক্যানসার আক্রান্ত রোগী, পুকুরেই মিলল লাশ 

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে পুকুর থেকে ক্যানসার আক্রান্ত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে জেলা শহরের হাশমত উদ্দিন উচ্চবিদালয়ের পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম বাচ্চু মিয়া। তিনি জেলা শহরের নগুয়া বটতলা এলাকার বাসিন্দা।

পুলিশ বলছে, বাচ্চু মিয়া দীর্ঘদিন যাবৎ ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর শরীর জ্বালাপোড়া করার কারণে প্রায়ই পুকুরে এসে শরীর ভেজাতেন। ৮ জুন তিনি বাসা থেকে বের হন। পরে তিনি আর বাসায় ফেরেননি।

বাচ্চু মিয়ার ছেলে লোকমান জানান, বাচ্চু মিয়া পরিবার নিয়ে ৩০ বছর যাবৎ নগুয়া বটতলায় ভাড়া থাকতেন। তিনি জীবিকা নির্বাহের জন‍্য মৌসুমি ফল ও সবজির ব্যবসা করতেন। ব্লাড কানসার আক্রান্ত থাকায় তিন–চার বছর যাবৎ বাসাতেই থাকতেন। তিনি প্রায়ই এলাকার বিভিন্ন পুকুরের পাড়ে বসে থাকতেন। জ্বালাপোড়া বাড়লে শরীর ভেজাতেন পুকুরের পানিতে।

এলাকাবাসী জানায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি। পরিবারের আর্থিক সচ্ছলতা না থাকায়, উন্নত চিকিৎসা নিতে পারেননি।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মনতোষ জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা

নির্বাচনী হলফনামা: কাজী রেহা কবিরের বার্ষিক আয় ৫ লাখ ৪৪ হাজার টাকা

ড. ওসমান ফারুকের সম্পদ ৬ কোটির বেশি, বিদেশি মুদ্রা প্রায় ১২ লাখ ডলার