কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের প্রায় ২ কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ঘাগড়া ও আশপাশের গ্রামের শত শত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। অথচ দীর্ঘদিনেও রাস্তাটি সংস্কার করছে না কর্তৃপক্ষ। হতাশ হয়ে এলাকার কিছু যুবক নিজেদের উদ্যোগে রাস্তাটির সংস্কার শুরু করেছেন। এলাবাসীর কাছ থেকে চাঁদা তুলে সংস্কার করছেন তাঁরা।
ঘাগড়া গ্রামের যুবক ইদ্রিস মিয়া বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা এই রাস্তা দিয়ে চলাচল করি। কিন্তু যখন বর্ষাকাল আসে, তখন হেঁটে চলাচল করার উপযোগী থাকে না। বাধ্য হয়ে এলাকা থেকে চাঁদা তুলে ইটের সুরকি ও বালু দিয়ে সাময়িক চলাচলের ব্যবস্থা করছি।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামছুদ্দিন বলেন, ‘ঘাগড়া গ্রামের রাস্তাটির কিছু অংশে আগে ইট দিয়ে সলিং করা হয়েছিল, তবে এখন তা প্রায় নষ্ট। বর্ষায় গর্ত ও কাদা তৈরি হয়। এতে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়। সরকারি বরাদ্দ পেলে দ্রুত রাস্তাটির টেকসই সংস্কার করা হবে।’