হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

পাকুন্দিয়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৃথক দুই মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি আসাদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে হোসেনপুর সেতু এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। গ্রেপ্তার আসাদুল ইসলাম উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের মাইজহাটি গ্রামের আবদুল মান্নানের ছেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, আসাদুল ইসলাম (৩০) একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। গত ১২ জুন তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সংক্রান্ত পৃথক দুটি মামলায় সাজা দেয় আদালত। একটি মামলায় এক বছরের কারাদণ্ড ও সাত লাখ ৭০ হাজার টাকা জরিমানা এবং অপর একটি মামলায় ছয় মাসের কারাদণ্ড ও নয় লাখ টাকা জরিমানা করা হয়। 

সাজা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার হোসেনপুর সেতু সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। 

এ ছাড়া একই দিন রাতে প্রায় ১১ বছর আগে মাদক মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া হুমায়ুন কবীর (৪০) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়। উপজেলার চরপাড়াতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের খুরশেদ আলমের ছেলে। তাঁর বিরুদ্ধে ঢাকার তেজগাঁও থানায় মাদক আইনে মামলা রয়েছে। ওই মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি করে আদালত। 

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন বলেন, ‘গ্রেপ্তার হওয়া দুজনের মধ্যে একজন আলাদা দুটি মামলায় সাজাপ্রাপ্ত। অপর একজনের বিরুদ্ধে ১১ বছর আগে পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন।’

বিয়ের তিন বছরের মাথায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

নরসুন্দার তীর থেকে ৪ শতাধিক গ্রিল উধাও

বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির দলীয় স্লোগান, নিষেধ করায় তোপের মুখে ইউএনও

যুবদল নেতার মামলায় আসামি মৃত ব্যক্তি, হাজতি ও প্রবাসী

হাওরে বিদ্যুৎ সংযোগ: বাঁশের খুঁটিতে ৩৩,০০০ ভোল্টের লাইন

কিশোরগঞ্জে কুকুরকে বাঁচাতে গিয়ে টমটম খাদে পড়ে চালকের মৃত্যু, আহত ৩

ইটনায় সংঘর্ষে প্রাণ গেল যুবকের

দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলে এককাট্টা বিএনপির পাঁচ নেতা

ইটনায় যুবদল নেতার বিরুদ্ধে তিন বাড়িতে হামলা-লুটপাট চালানোর অভিযোগ

খোঁপার ভাঁজে লুকানো ২ হাজার ইয়াবা, ভৈরবে নারী আটক