হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরীকে ধর্ষণের অপরাধে যুবকের যাবজ্জীবন

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় কিশোরীকে ধর্ষণের অপরাধে মো. রিয়াদকে (২৫) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১। আজ রোববার বিকেলে ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হাবিবুল্লাহ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 
দণ্ডিত মো. রিয়াদ উপজেলার বাসিন্দা।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, রিয়াদ এক কিশোরীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। একপর্যায়ে ওই কিশোরীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ২০১৮ সালের ১৫ মার্চ রাতে বাড়িতে পরিবারের লোকজনের অনুপস্থিতির সুযোগে রিয়াদ ওই কিশোরীকে ধর্ষণ করেন। পরে পরিবারের লোকজন বাড়ি ফিরলে ঘটনাটি জানায় ওই কিশোরী।

এর পর রিয়াদ ও তাঁর পরিবারকে বিয়ের ব্যাপারে চাপ দেন কিশোরী পরিবার। কিন্তু বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কালক্ষেপণ করতে থাকেন রিয়াদের পরিবার। এ পরিস্থিতিতে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ার পরও বিয়ে না করায় ২০১৮ সালের ১৭মে কিশোরীর মা বাদী হয়ে রিয়াদকে আসামি করে করিমগঞ্জ থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা করিমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মাসুদ ২০১৯ সালের ৯ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মো. রিয়াদকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন।

বিচারিক প্রক্রিয়া শেষে কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের-১ বিচারক মোহাম্মদ হাবিবুল্লাহ আজ রোববার বিকেলে এই মামলার রায় ঘোষণা করেন।

কিশোরগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা

নির্বাচনী হলফনামা: কাজী রেহা কবিরের বার্ষিক আয় ৫ লাখ ৪৪ হাজার টাকা

ড. ওসমান ফারুকের সম্পদ ৬ কোটির বেশি, বিদেশি মুদ্রা প্রায় ১২ লাখ ডলার