হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে নালার পানিতে ডুবে অর্ক (৪) ও সিয়াম (৫) নামে দুই শিশু মারা গেছে। গতকাল বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নে গাগলাইল গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, অর্কের মা জুয়েনা বেগমের বিয়ে হয়েছিল করিমগঞ্জের নিয়ামতপুর বাজারের ব্যবসায়ী মাহফুজ মিয়ার সঙ্গে। তিন মাস আগে জুয়েনা বেগমের মৃত্যু হয়। এরপর তাঁর দুই ছেলে মাশরুম (৫) ও অর্ক (৪) গাগলাইল গ্রামের নানির বাড়ি চলে আসে। সেখানে থেকেই তারা লেখাপড়া করত। অন্যদিকে সিয়ামের বাবা মাসুদ মিয়া মৃত জুয়েনার চাচাতো ভাই।

মাশরুম, অর্ক ও সিয়াম একসঙ্গে খেলাধুলা করত। 

গতকাল বিকেলে নানির অগোচরে তিন শিশু ঘুরতে বের হয়। একপর্যায়ে গ্রামের দক্ষিণ দিকে জয়নালের নতুন বাড়ির নালার কাছে গিয়ে অর্ক ও সিয়াম নালায় পড়ে যায়। এরপর মাশরুম দৌড়ে গিয়ে নানির কাছে অর্ক ও সিয়ামেরর পানিতে পড়ে যাওয়ার খবর দেয়। এই খবরে বাড়ির লোকজন ঘটনাস্থলে গিয়ে সিয়ামকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। এ ছাড়া খোঁজাখুঁজির একপর্যায়ে পানির নিচে অর্কের নিথর দেহ পাওয়া যায়। এরপর দ্রুত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা

নির্বাচনী হলফনামা: কাজী রেহা কবিরের বার্ষিক আয় ৫ লাখ ৪৪ হাজার টাকা

ড. ওসমান ফারুকের সম্পদ ৬ কোটির বেশি, বিদেশি মুদ্রা প্রায় ১২ লাখ ডলার

মাটি কেটে বেড়িবাঁধ: ৮ মাসেও ভরাট করা হয়নি জমি