কিশোরগঞ্জের ইটনা হাওরে বিদ্যুতায়িত হয়ে এক মাঝির মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে ইটনা উপজেলার মৃগার ইউনিয়নের উজান-রাজিবপুর হাওরে এ দুর্ঘটনা ঘটে।
মৃত মাঝির নাম মোখলেছ মিয়া (৪৮)। তিনি মৃগা ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মৃত গোলজার মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে মোখলেছ মিয়া স্টিলের বড় নৌকা নিয়ে ধান কিনতে রাজিবপুর গ্রামে যাওয়ার পথে গত কৃষি মৌসুমে তৈরি বিদ্যুৎ সরবরাহ লাইনের তারে জড়িয়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।