হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ইটনায় বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষ, নিহত বৃদ্ধ

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের ইটনায় বাড়ির সীমানা নিয়ে দুপক্ষের সংঘর্ষে শানু ভূঁইয়া (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তাঁর ছেলে ও ছোট ভাই। আজ শুক্রবার সকালে ইটনা উপজেলায় বাদলা ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

নিহত শানু ভূইয়া উপজেলার বাদলা ইউনিয়নের থানেশ্বর বারোগড়িয়া গ্রামের পাগার আলী ভূঁইয়া ছেলে। আহতেরা হলেন—নিহত শানু ভূঁইয়ার ছেলে লিটন ভূইয়ার (৪৫) ও তার ছোট ভাই বাবুল ভূঁইয়া (৫২)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাদলা ইউনিয়নের থানেশ্বর বারোগড়িয়া গ্রামের শানু ভূঁইয়া ও প্রতিবেশী মুক্তু মিয়ার মধ্যে বাড়ির সীমানা ও টিউবওয়েল স্থাপন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই ঘটনার জেরে শুক্রবার সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

খবর পেয়ে ইটনা থানা ও বাদলা ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শানু ভূঁইয়ার মৃত্যু হয়। 

ইটনা থানার (ওসি) জাকির রব্বানী বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৫৭ প্রাথমিক স্কুল, ব্যাহত পাঠদান

কিশোরগঞ্জের ৬টি আসন: প্রতীক বরাদ্দের আগেই প্রচার

অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী রেহা কবিরের গণসংযোগ

কিশোরগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা