কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও পৌরসভার সাবেক কমিশনার নজরুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে বাজিতপুর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নজরুল ইসলাম খোকন বাজিতপুর থানা হেফাজতে আছেন। আজ বৃহস্পতিবার তাঁকে কিশোরগঞ্জ আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, বাজিতপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে বাজিতপুর থানায় করা মামলার আসামি হিসেবে নজরুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।