হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কুলিয়ারচরে বিদ্যুতায়িত হয়ে দুই কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি ও কুলিয়ারচর সংবাদদাতা

দুই কৃষকের মৃত্যুর খবর শুনে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বজন ও স্থানীয় লোকজন জড়ো হন। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিদ্যুতায়িত হয়ে মো. শাহাব উদ্দিন (৭০) ও মো. মজনু মিয়া (৬০) নামের দুই কৃষক মারা গেছেন। আজ মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার রামদী ইউনিয়নের তারাকান্দি বন্দে জমিতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

শাহাব উদ্দিন কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের তারাকান্দি গ্রামের মৃত আ. হাশিমের ছেলে। অপরদিকে মো. মজনু মিয়া কুলিয়ারচর পৌর শহরের তারাকান্দি পূর্বপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তারাকান্দি বন্দে পাশাপাশি জমি হওয়ায় দুই কৃষকই একসঙ্গে কাজ করছিলেন। পরে জমির ওপর দিয়ে যাওয়া আঙ্গুর মিয়ার সেচপাম্পের বৈদ্যুতিক তারে লেগে শাহাবুদ্দিন বিদ্যুতায়িত হন। তাঁকে বাঁচাতে গিয়ে মজনু মিয়াও বিদ্যুতায়িত হন। পরে খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে এসে লাশ দুটি উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ ফোর্সসহ গিয়ে লাশ উদ্ধার করে সরকারি হাসপাতালে নিয়ে যায়। তিনি বলেন, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিদ্যুতায়িত দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পরে লাশ দুটি তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে ওসি জানান।

নারীকে বেধড়ক পিটিয়ে রাস্তায় ফেলে এল স্বামী, কামড়াল কুকুর

কিশোরগঞ্জে হকারদের হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করলেন বরখাস্ত স্কুল সভাপতি

ইটনায় জমির বিরোধ নিয়ে সংঘর্ষে যুবক নিহত

কিশোরগঞ্জ: আ.লীগের ঘাঁটিতে নজর বিএনপির

কিশোরগঞ্জে বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে মানববন্ধন

আদালতের নির্দেশে উচ্ছেদ কার্যক্রম চালানোর সময় দোকানপাটে আগুন দিল বিবাদী পক্ষ

কিশোরগঞ্জে পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর্ষ, অস্ত্রসহ ২২ জন গ্রেপ্তার

নরসিংদীতে ভূমিকম্পে নিহত বাবা-ছেলের পাকুন্দিয়ার বাড়িতে কান্নার রোল

ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে প্রাণ গেল দুই ভাইয়ের