হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

পাকুন্দিয়া পৌরসভার প্রায় ১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার ২০২২-২০২৩ অর্থবছরে পৌনে ১৭ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পৌরসভার অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন পাকুন্দিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ।

জানা যায়, বাজেটে ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব এবং উন্নয়ন খাতে মোট আয় ধরা হয়েছে ১৬ কোটি ৭৪ লাখ ৮১ হাজার টাকা। মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৬ কোটি ৩৩ লাখ ৫০ হাজার টাকা। উদ্ধৃত রাখা হয়েছে ৪১ লাখ ৩১ হাজার টাকা। 

এ বিষয়ে পৌরসভার মেয়র বলেন, ‘সড়ক বাতি, ড্রেনেজ ও রাস্তাঘাট উন্নয়নকে সর্বাধিক প্রাধান্য দিয়ে ব্যয়ের খাত এবং তিনটি প্রকল্প থেকে প্রাপ্ত অর্থকে আয়ের খাত দেখিয়ে বাজেট নির্ধারণ করা হয়েছে। সকলের সহযোগিতায় এ বাজেট বাস্তবায়িত হবে বলে আশা করছি।’ 

বাজেট ঘোষণাকালে উপস্থিত ছিলেন-পৌরসভার সচিব সৈয়দ শফিকুর রহমান, সহকারী প্রকৌশলী রীতেশ চন্দ্র পোদ্দার, প্যানেল মেয়র মোহাম্মদ আসাদ মিয়া, সংরক্ষিত কাউন্সিলর নাছরিন আক্তার প্রিয়া, উম্মে কুলসুম, আফরোজা খাতুন, পৌর কাউন্সিলর মোস্তফা কামাল, হাছান মামুন, রাকিবুল আলম ছোটন, সিদ্দিক হোসেন রিপন, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান রাসেল ও নাছির উদ্দিনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং গণ্যমান্যরা।

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা

নির্বাচনী হলফনামা: কাজী রেহা কবিরের বার্ষিক আয় ৫ লাখ ৪৪ হাজার টাকা

ড. ওসমান ফারুকের সম্পদ ৬ কোটির বেশি, বিদেশি মুদ্রা প্রায় ১২ লাখ ডলার

মাটি কেটে বেড়িবাঁধ: ৮ মাসেও ভরাট করা হয়নি জমি

কিশোরগঞ্জে বিএনপির ৭ বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, চিন্তিত তৃণমূল নেতা-কর্মীরা