হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

সেই বহর খাঁর অসহায় পরিবারের পাশে ছাত্রদল

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া বহর খাঁ পাইলট নামের সেই বিএনপি কর্মীর অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা ছাত্রদল। পবিত্র ঈদুল আজহা সামনে রেখে পাইলটের পরিবারসহ কয়েক শ পরিবারকে খাদ্যসহায়তা দিয়েছে সংগঠনটি। আজ শনিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

গত ২৯ এপ্রিল ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারান পাইলট। তাঁর বাড়ি পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার কাওনা এলাকায় হলেও স্ত্রী-সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে পাকুন্দিয়া পৌর এলাকায় বসবাস করছিলেন। তাঁর মৃত্যুতে অসহায় হয়ে পড়ে পরিবারটি। ঈদুল আজহা উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আল-আশরাফ মামুনের তত্ত্বাবধানে অসহায় পরিবারটিকে উপহার সামগ্রী তুলে দেন স্থানীয় নেতারা। 

এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান খান সুমন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জল ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক দিদারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

এ ব্যাপারে পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জল জানান, পাইলটের পরিবারসহ উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক অসচ্ছল ও নির্যাতিত বিএনপি নেতা-কর্মীদের মাঝে ঈদ উপহার হিসেবে পোলাও চাল, আটা, সেমাই, চিনি, পেঁয়াজ, আলু, সাবান, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া বিতরণ করা হয়েছে। 

বিয়ের তিন বছরের মাথায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

নরসুন্দার তীর থেকে ৪ শতাধিক গ্রিল উধাও

বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির দলীয় স্লোগান, নিষেধ করায় তোপের মুখে ইউএনও

যুবদল নেতার মামলায় আসামি মৃত ব্যক্তি, হাজতি ও প্রবাসী

হাওরে বিদ্যুৎ সংযোগ: বাঁশের খুঁটিতে ৩৩,০০০ ভোল্টের লাইন

কিশোরগঞ্জে কুকুরকে বাঁচাতে গিয়ে টমটম খাদে পড়ে চালকের মৃত্যু, আহত ৩

ইটনায় সংঘর্ষে প্রাণ গেল যুবকের

দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলে এককাট্টা বিএনপির পাঁচ নেতা

ইটনায় যুবদল নেতার বিরুদ্ধে তিন বাড়িতে হামলা-লুটপাট চালানোর অভিযোগ

খোঁপার ভাঁজে লুকানো ২ হাজার ইয়াবা, ভৈরবে নারী আটক