হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

তাড়াইলে ইউপি নির্বাচনে নৌকার টিকিট পেলেন যারা

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের তাড়াইলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের নৌকা প্রতীক নিয়ে অংশগ্রহণ করার জন্য কেন্দ্র থেকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। আজ রোববার এ বিষয় নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, আগামী ১১ নভেম্বর ২য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের লক্ষ্যে উপজেলার ৭টি ইউনিয়ন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের যাবতীয় কাগজপত্র ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়। এরই প্রেক্ষিতে গতকাল শনিবার দিবাগত রাতে কেন্দ্রীয় বাছাই কমিটি কর্তৃক উপজেলার ৭টি ইউনিয়নের নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

তাঁদের মধ্যে ১ নম্বর তালজাঙ্গা ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন-বর্তমান চেয়ারম্যান মো. সেলিম খান, ২ নম্বর রাউতি ইউনিয়নে মনোনয়ন পান সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক, ৩ নম্বর ধলা ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভূঁইয়া মোতাহারের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফরোজ আলম ঝিনুক, ৪ নম্বর জাওয়ার ইউনিয়নে মনোনীত হন বর্তমান চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, ৫ নম্বর দামিহা ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বর্তমানে জেলা পরিষদ সদস্য এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একে মাইনুজ্জামান নবাব, ৬ নম্বর দিগদাইড় ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান গোলাপ হোসেন ভূঁইয়া এবং ৭ নম্বর তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নে নৌকার টিকিট পেলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বিগত দুইবারের রানিং চেয়ারম্যান কামরুজ্জামান মহাজন।

এর আগে উপজেলা আওয়ামী লীগের একটি বাছাই কমিটি প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সম্ভাব্য প্রার্থীর তালিকা চূড়ান্ত করেন। প্রতিটি ইউনিয়ন থেকে ৪ জন করে নামের তালিকা নিজস্ব প্যাডে উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আজিজুল হক ভূঁইয়া মোতাহার এবং সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকি স্বাক্ষর করে কেন্দ্রে পাঠান। 

উল্লেখ্য, বিগত ২০১৬ সালের শেষ ধাপে ৪ জুন নির্বাচনে ৩ নম্বর ধলা ইউনিয়নে আফরোজ আলম ঝিনুক এবং ৫ নম্বর দামিহা ইউনিয়নে এ কে মাইনুজ্জামান নবাব নৌকা প্রতীক পেয়েও পরাজিত হন। 

যুবদল নেতার মামলায় আসামি মৃত ব্যক্তি, হাজতি ও প্রবাসী

হাওরে বিদ্যুৎ সংযোগ: বাঁশের খুঁটিতে ৩৩,০০০ ভোল্টের লাইন

কিশোরগঞ্জে কুকুরকে বাঁচাতে গিয়ে টমটম খাদে পড়ে চালকের মৃত্যু, আহত ৩

ইটনায় সংঘর্ষে প্রাণ গেল যুবকের

দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলে এককাট্টা বিএনপির পাঁচ নেতা

ইটনায় যুবদল নেতার বিরুদ্ধে তিন বাড়িতে হামলা-লুটপাট চালানোর অভিযোগ

খোঁপার ভাঁজে লুকানো ২ হাজার ইয়াবা, ভৈরবে নারী আটক

ভৈরবে গ্যাসের লিকেজ থেকে আগুন, ১০ শিশুসহ দগ্ধ ১৫

নারীকে বেধড়ক পিটিয়ে রাস্তায় ফেলে এল স্বামী, কামড়াল কুকুর

কিশোরগঞ্জে হকারদের হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ