হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

পাকুন্দিয়ায় ছাত্রলীগের কমিটি নিয়ে ক্ষোভ: দুধ দিয়ে গোসল করার পর এবার ঝাড়ুমিছিল

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের সদ্য ঘোষিত কমিটি নিয়ে দুধ দিয়ে গোসল করার পর এবার ঝাড়ুমিছিল করেছেন বঞ্চিত নেতা-কর্মীরা। কমিটি বাতিলের দাবিতে আজ শনিবার সকালে পৌর শহরে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও সমাবেশ করেছেন তাঁরা।

সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ গেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। মিছিলে অংশ নেওয়া কিছু নেতা-কর্মীকে ঝাড়ু প্রদর্শন করতে দেখা যায়। মিছিলটি পৌর সদর বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে থানা মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তাঁরা। এতে কিশোরগঞ্জ-ঢাকা সড়কে যান চলাচলে ব্যাঘাত ঘটে।

পরে মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে গিয়ে সমাবেশ করেন নেতা-কর্মীরা। এতে বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের নেতা সাদ্দাম হোসেন, সাকিবুল হাসান মুন্না, নাফিজ উদ্দিন নাদিম, রাকিবুল হাসান হিমেল, রাকিবুল হাসান হৃদয় প্রমুখ। এ সময় সেখানে উপস্থিত হয়ে ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীদের দাবির সঙ্গে সহমত প্রকাশ করেন উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু ও পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ।

সমাবেশে ছাত্রলীগের নেতারা বলেন, ‘বিএনপি-জামায়াত থেকে আসা একজনকে সভাপতি করা হয়েছে। ত্যাগী ও পরীক্ষিতদের এ কমিটিতে রাখা হয়নি। এ ছাড়াও এ কমিটিতে বিবাহিত ও অছাত্রদের রাখা হয়েছে। আমরা এ কমিটি মানি না। অবিলম্বে এ কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করতে হবে। নয়তো রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

এ ব্যাপারে নবগঠিত উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল আলম বলেন, ‘ক্ষোভ থেকেই আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। আমি কখনোই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। দীর্ঘদিন ধরে আমি ছাত্রলীগের রাজনীতি করে আসছি। এ বিষয়ে আমার কাছে প্রমাণপত্র রয়েছে। রাজনৈতিকভাবে হেয় করতেই একটি মহল এমন চেষ্টা চালাচ্ছে।’

উল্লেখ্য, এক যুগ পর গত বুধবার নাজমুল আলমকে সভাপতি ও তোফায়েল আহমেদ তুহিনকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন দেয় জেলা ছাত্রলীগ।

এদিকে কমিটি ঘোষণার পর দুধ দিয়ে গোসল করে রাজনীতিকে বিদায় জানান কিশোরগঞ্জের পাকুন্দিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নবগঠিত পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের এক নম্বর সহসভাপতি আরমিন মিয়া। গতকাল শুক্রবার এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দুধ দিয়ে গোসলের দৃশ্যের ভিডিও আপলোড করে তিনি লেখেন ‘বিএনপি-জামায়াত থেকে আসা কারও কাছে আত্মসমর্পণের চেয়ে বিদায় নেওয়া বেটার।’

কিশোরগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা

নির্বাচনী হলফনামা: কাজী রেহা কবিরের বার্ষিক আয় ৫ লাখ ৪৪ হাজার টাকা

ড. ওসমান ফারুকের সম্পদ ৬ কোটির বেশি, বিদেশি মুদ্রা প্রায় ১২ লাখ ডলার