হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের নিকলীতে ভোট যুদ্ধে বাবা-ছেলে, একই প্রতীক চেয়েছেন দুজন

কিশোরগঞ্জ প্রতিনিধি

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নে বাবা ও ছেলে নির্বাচনে একে অন্যের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৮ নভেম্বর কিশোরগঞ্জ জেলার সদর উপজেলা, কুলিয়ারচর ও নিকলী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাবা ও ছেলে। 

এ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ মোট পাঁচজন প্রার্থী চেয়ারম্যান পদে লড়বেন। 

এদের মধ্যে প্রতিদ্বন্দ্বী বাবা ও ছেলে হলেন, ভাটিভরাটিয়া গ্রামের জাকির হোসেন চাঁন মিয়া (৫৮) ও মাহামুদুল হাসান রকি (২৮)। 

সাবেক ছাত্রলীগ নেতা চাঁন মিয়া সিংপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী কৃষক লীগের সভাপতি ছিলেন। তাঁর ছেলে বাংলাদেশ ছাত্রলীগ সমর্থক ও ঠিকাদার। বাবা ও ছেলে দিন-রাত নির্বাচনী প্রচারণা এবং উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন। বাবা-ছেলে দুজনই এলাকার উন্নয়নের আশ্বাস দিচ্ছেন ভোটারদের। 

এদিকে, গত সোমবার (১ নভেম্বর) তাঁরা সিংপুর ইউনিয়নের প্রিসাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুজ্জামান হাবিবের কাছে দুজনই আনারস প্রতীক চেয়ে মনোনয়নপত্র জমা দেন। 

চাঁন মিয়া আজকের পত্রিকাকে জানান, আমি আওয়ামী লীগের ত্যাগী নেতা হিসেবে জনগণের পাশে থেকে তাদের সুখ-দুঃখের সাথি হয়ে থাকতে চাই। প্রতিদ্বন্দ্বী যেই হোক, আমি নির্বাচনের মাঠে শতভাগ বিজয়ের আশাবাদী। 

অন্যদিকে রকি আজকের পত্রিকাকে বলেন, মনোনয়ন জমা দিয়েছি। প্রতীক পাওয়ার পর পুরোদমে মাঠে নামব। প্রতিদ্বন্দ্বী কে তা আমার কাছে মুখ্য নয়। জনপ্রিয়তা বেশি যার, তাকেই জনগণ বেছে নেবেন। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। 

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা

নির্বাচনী হলফনামা: কাজী রেহা কবিরের বার্ষিক আয় ৫ লাখ ৪৪ হাজার টাকা

ড. ওসমান ফারুকের সম্পদ ৬ কোটির বেশি, বিদেশি মুদ্রা প্রায় ১২ লাখ ডলার

মাটি কেটে বেড়িবাঁধ: ৮ মাসেও ভরাট করা হয়নি জমি

কিশোরগঞ্জে বিএনপির ৭ বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, চিন্তিত তৃণমূল নেতা-কর্মীরা