হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে স্বামী-স্ত্রী ছুরি চালালেন একে অপরের গলায়

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ সদর উপজেলায় মোস্তাকিম (২২) নামের এক তরুণ অনেক দিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের লোকজন মনে করেছিলেন বিয়ে দিলে তিনি ভালো হয়ে যাবেন। কিন্তু বিয়ের পর আবারও তাঁর মানসিক সমস্যা দেখা দেয়। এ কারণে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। 

আজ বৃহস্পতিবার ভোরে কলহের জেরে মোস্তাকিম ও তাঁর স্ত্রী সোনিয়া একে অপরের গলায় ছুরি দিয়ে আঘাত করেন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মোস্তাকিম কিশোরগঞ্জ সদর উপজেলার দক্ষিণ ভরাটি গ্রামের জালাল উদ্দিনের ছেলে। তাঁর স্ত্রী সোনিয়া (১৯) একই ইউনিয়নের পাটধা মচারবাইদ গ্রামের জিল্লুর রহমানের মেয়ে। প্রায় ছয় মাস আগে তাঁদের বিয়ে হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক তরিকুল ইসলাম। তিনি জানান, আজ ভোরে দক্ষিণ ভরাটি গ্রামে নিজেদের বাড়িতে ঝগড়ার সময় মোস্তাকিম ও তাঁর স্ত্রী সোনিয়া ছুরি দিয়ে একে অপরের গলায় আঘাত করেন। তাঁদের চিৎকারে বাড়ির লোকজন ঘরের দরজা খুলে তাঁদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। মোস্তাকিমের স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক বেশি বলে জানান পরিদর্শক তরিকুল। 

মোস্তাকিমের ছোট বোন সোনিয়া (১৩) বলে, ‘সাহ্‌রি খেয়ে আমরা সবাই শুয়ে পড়েছিলাম। ভোরে চিৎকার শুনে দরজা খুলে ভাই-ভাবিকে গলা কাটা ও রক্তাক্ত অবস্থায় দেখতে পাই।’ 

মোস্তাকিমের চাচাতো দাদা আলিম উদ্দিন (৫৪) বলেন, ‘আমি ও বাড়ির লোকজন তাঁদের উদ্ধার করে অটোরিকশায় করে হাসপাতালে পাঠাই। মোস্তাকিমের মানসিক সমস্যা আছে। মাঝে একটু ভালো হলে তাঁকে বিয়ে দেওয়া হয়।’ 

কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাজ্জাদ হোসেন বলেন, ‘ছুরির আঘাতে দুজনের গলায় গভীর ক্ষত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, ‘প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, নিজেদের মধ্যে ঝগড়া থেকেই স্বামী-স্ত্রী একে অপরের গলায় ছুরি চালিয়েছেন। এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

মুরগি কেনার সিরিয়াল নিয়ে তর্ক, বৃদ্ধকে পিটিয়ে হত্যা

সুদানে ড্রোন হামলায় শহীদ পাকুন্দিয়ার সেনাসদস্য জাহাঙ্গীর আলমের দাফন

বিয়ের তিন বছরের মাথায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

নরসুন্দার তীর থেকে ৪ শতাধিক গ্রিল উধাও

বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির দলীয় স্লোগান, নিষেধ করায় তোপের মুখে ইউএনও

যুবদল নেতার মামলায় আসামি মৃত ব্যক্তি, হাজতি ও প্রবাসী

হাওরে বিদ্যুৎ সংযোগ: বাঁশের খুঁটিতে ৩৩,০০০ ভোল্টের লাইন

কিশোরগঞ্জে কুকুরকে বাঁচাতে গিয়ে টমটম খাদে পড়ে চালকের মৃত্যু, আহত ৩

ইটনায় সংঘর্ষে প্রাণ গেল যুবকের

দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলে এককাট্টা বিএনপির পাঁচ নেতা