হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে স্বামী-স্ত্রী ছুরি চালালেন একে অপরের গলায়

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ সদর উপজেলায় মোস্তাকিম (২২) নামের এক তরুণ অনেক দিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের লোকজন মনে করেছিলেন বিয়ে দিলে তিনি ভালো হয়ে যাবেন। কিন্তু বিয়ের পর আবারও তাঁর মানসিক সমস্যা দেখা দেয়। এ কারণে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। 

আজ বৃহস্পতিবার ভোরে কলহের জেরে মোস্তাকিম ও তাঁর স্ত্রী সোনিয়া একে অপরের গলায় ছুরি দিয়ে আঘাত করেন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মোস্তাকিম কিশোরগঞ্জ সদর উপজেলার দক্ষিণ ভরাটি গ্রামের জালাল উদ্দিনের ছেলে। তাঁর স্ত্রী সোনিয়া (১৯) একই ইউনিয়নের পাটধা মচারবাইদ গ্রামের জিল্লুর রহমানের মেয়ে। প্রায় ছয় মাস আগে তাঁদের বিয়ে হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক তরিকুল ইসলাম। তিনি জানান, আজ ভোরে দক্ষিণ ভরাটি গ্রামে নিজেদের বাড়িতে ঝগড়ার সময় মোস্তাকিম ও তাঁর স্ত্রী সোনিয়া ছুরি দিয়ে একে অপরের গলায় আঘাত করেন। তাঁদের চিৎকারে বাড়ির লোকজন ঘরের দরজা খুলে তাঁদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। মোস্তাকিমের স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক বেশি বলে জানান পরিদর্শক তরিকুল। 

মোস্তাকিমের ছোট বোন সোনিয়া (১৩) বলে, ‘সাহ্‌রি খেয়ে আমরা সবাই শুয়ে পড়েছিলাম। ভোরে চিৎকার শুনে দরজা খুলে ভাই-ভাবিকে গলা কাটা ও রক্তাক্ত অবস্থায় দেখতে পাই।’ 

মোস্তাকিমের চাচাতো দাদা আলিম উদ্দিন (৫৪) বলেন, ‘আমি ও বাড়ির লোকজন তাঁদের উদ্ধার করে অটোরিকশায় করে হাসপাতালে পাঠাই। মোস্তাকিমের মানসিক সমস্যা আছে। মাঝে একটু ভালো হলে তাঁকে বিয়ে দেওয়া হয়।’ 

কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাজ্জাদ হোসেন বলেন, ‘ছুরির আঘাতে দুজনের গলায় গভীর ক্ষত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, ‘প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, নিজেদের মধ্যে ঝগড়া থেকেই স্বামী-স্ত্রী একে অপরের গলায় ছুরি চালিয়েছেন। এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৫৭ প্রাথমিক স্কুল, ব্যাহত পাঠদান

কিশোরগঞ্জের ৬টি আসন: প্রতীক বরাদ্দের আগেই প্রচার

অষ্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী রেহা কবিরের গণসংযোগ

কিশোরগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা