হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

পাকুন্দিয়ায় ৮ মোটরসাইকেলচালক ও দুই ব্যবসায়ীর জরিমানা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল চালানো, মেয়াদোত্তীর্ণ খেজুর রাখা ও নোংরা পরিবেশে ব্রয়লার মুরগি বিক্রির দায়ে আট মোটরসাইকেলচালক ও দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আজ সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের সামনের গেটে কিশোরগঞ্জ-ঢাকা সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে ৮ জন চালককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। দুপুরে পৌর সদর বাজারে অভিযান চালিয়ে একটি দোকানে মেয়াদ উত্তীর্ণ খেজুর রাখার দায়ে এক ব্যবসায়ীকে এক হাজার টাকা এবং নোংরা পরিবেশে মুরগির বিক্রির দায়ে আরেক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। 

এ সময় স্যানিটারি ইন্সপেক্টর লুৎফুন নাহার, পাকুন্দিয়া থানার উপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. সোহান মিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বিচারককে সহযোগিতা করেন।

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা

নির্বাচনী হলফনামা: কাজী রেহা কবিরের বার্ষিক আয় ৫ লাখ ৪৪ হাজার টাকা

ড. ওসমান ফারুকের সম্পদ ৬ কোটির বেশি, বিদেশি মুদ্রা প্রায় ১২ লাখ ডলার

মাটি কেটে বেড়িবাঁধ: ৮ মাসেও ভরাট করা হয়নি জমি

কিশোরগঞ্জে বিএনপির ৭ বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, চিন্তিত তৃণমূল নেতা-কর্মীরা

জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণ মেলেনি ছয় বছরেও

তীব্র শীতে শীতার্তদের পাশে কিশোরগঞ্জ জেলা প্রশাসন, রেলস্টেশনে কম্বল বিতরণ

পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল পৌনে ১২ কোটি টাকা

পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

মুরগি কেনার সিরিয়াল নিয়ে তর্ক, বৃদ্ধকে পিটিয়ে হত্যা