পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পিকআপ ভ্যানের চাপায় ফাহাদ মিয়া নামে ৭ বছরের এক শিশু নিহত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার পাকুন্দিয়া-পুলেরঘাট সড়কের পোড়াবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে।
নিহত শিশু ফাহাদ মিয়া পোড়াবাড়িয়া গ্রামের মাসুদ মিয়ার ছেলে।
জানা গেছে, পিকআপ ভ্যানটি পাকুন্দিয়ার দিক থেকে পুলেরঘাটের দিকে যাওয়ার সময় পোড়াবাড়িয়া এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশু ফাহাদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান টিটু দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করেছেন।