কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক বছরের সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত চারজন এবং নিয়মিত মামলায় দুইজনসহ সাত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার তারাকান্দি গ্রামের রেনু মিয়ার ছেলে সালাহ উদ্দিন, বারাবর গ্রামের ফজলুল হকের ছেলে সোহেল ও জুয়েল, কোদালিয়া গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে শহীদুল ইসলাম, একই গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে সোহরাব উদ্দিন ও তার স্ত্রী হারেছা আক্তার ওরফে জোসনা এবং কোষাকান্দা গ্রামের মিনাল মিয়া।
আজ মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পাকুন্দিয়া থানার ওসি মো.সারোয়ার জাহান।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে সালাহ উদ্দিন পারিবারিক আদালত মোকদ্দমায় আদালত কর্তৃক এক বছরের সাজাপ্রাপ্ত। আদালতের রায় ঘোষণার পর থেকে সে পলাতক ছিল। অপরদিকে সোহেল ও জুয়েল দুই ভাইকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। অপর চারজন বিভিন্ন মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানাভুক্ত। গ্রেপ্তারকৃত সাতজনকেই আদালতে প্রেরণ করা হয়েছে।