কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে ধানের খলায় ধান শুকানোর সময় বজ্রপাতে কডু মিয়া (৩৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
মৃত কডু মিয়া মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের দক্ষিণ চমকপুর গ্রামের মোতালেব মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ঘাগড়া ইউনিয়নের দক্ষিণ চমকপুর গ্রামের সামনে ধানের খলায় ধান শুকানোর সময় আকাশে মেঘ করে দেখা দেয় এবং বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতের আঘাতে কডু মিয়া আহত হন। খবর পেয়ে স্বজনেরা তাঁকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বলেন, ঘাগড়ায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।