হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

দুই ভাইয়ের মারামারি থামাতে গিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবে ছোট দুই ভাইয়ের মারামারি থামাতে গিয়ে বড় ভাই স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ সোমবার দুপুরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের চরেরকান্দা গ্রামে টয়লেট স্থাপন করাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

নিহত মিজান মিয়া (৪০) ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের চরেরকান্দা গ্রামের সেনবাড়ির মতি মিয়ার ছেলে। তিনি কালিকাপ্রসাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, চরেরকান্দা গ্রামের সেনবাড়ির মতি মিয়ার চার ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। আজ বসতবাড়ির পাশে একটি নতুন টয়লেট স্থাপন করাকে কেন্দ্র করে মিজানের ছোট দুই ভাই রোমান ও রিপনের মধ্যে ঝগড়া ও মারামারি হয়। তখন মিজান স্থানীয় চকবাজার থেকে বাড়িতে ফিরে ছোট দুই ভাইকে থামাতে গেলে মারামারির মাঝে পড়ে গুরুতর আহত হন। পরে তাঁকে স্বজনেরা উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মিজানের স্ত্রী তাছলিমা বেগম বলেন, ‘আমার দুই দেবরের ঝগড়া থামাতে গিয়ে তাদের আঘাতে আমার স্বামী মারা গেছে। আমি এর উপযুক্ত বিচার চাই।’

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে। সেই অনুযায়ী এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

মুরগি কেনার সিরিয়াল নিয়ে তর্ক, বৃদ্ধকে পিটিয়ে হত্যা

সুদানে ড্রোন হামলায় শহীদ পাকুন্দিয়ার সেনাসদস্য জাহাঙ্গীর আলমের দাফন

বিয়ের তিন বছরের মাথায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

নরসুন্দার তীর থেকে ৪ শতাধিক গ্রিল উধাও

বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির দলীয় স্লোগান, নিষেধ করায় তোপের মুখে ইউএনও

যুবদল নেতার মামলায় আসামি মৃত ব্যক্তি, হাজতি ও প্রবাসী

হাওরে বিদ্যুৎ সংযোগ: বাঁশের খুঁটিতে ৩৩,০০০ ভোল্টের লাইন

কিশোরগঞ্জে কুকুরকে বাঁচাতে গিয়ে টমটম খাদে পড়ে চালকের মৃত্যু, আহত ৩

ইটনায় সংঘর্ষে প্রাণ গেল যুবকের