কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় যুবকের (২৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার হোসেন্দী চরপাড়া এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন এ তথ্য জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ রোববার সকালে হোসেন্দী চরপাড়া এলাকার এক নারী বাড়ির পাশেই ছাগল চড়াতে যান। সেখানে এক পুকুরে লাশটি ভাসতে দেখেন। পরে তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি জানান। জনপ্রতিনিধিদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, লাশটি চার-পাঁচ দিন আগের। উদ্ধারের সময় লাশের পরনে বাদামি রঙের ফুল প্যান্ট ও কালো গোল গলা হাফহাতা গেঞ্জি ছিল। ফিঙ্গার প্রিন্ট কিংবা ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় জানতে পিবিআই ও সিআইডির বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে।