হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ধর্মের ভাই বানিয়ে তার ছোট ভাইকে অপহরণ, অতঃপর র‍্যাবের হাতে আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের মিঠামইন থেকে অপহৃত শিশু খোকা মিয়াকে (৭) উদ্ধারসহ অপহরণকারী মো. রাকিবকে (২১) আটক করেছে র‍্যাব। গতকাল বুধবার দুপুরে ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশন থেকে তাঁকে আটক করা হয়। এর আগে গত মঙ্গলবার দুপুরে গাজীপুর চৌরাস্তা থেকে শিশু খোকা মিয়াকে উদ্ধার করে র‍্যাব।

আটক রাকিব ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার চুয়ানো গ্রামের বাসিন্দা। অন্যদিকে উদ্ধার হওয়া শিশু খোকা মিয়া কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঢাকী পূর্বহাটি গ্রামের দিদারুল ইসলামের ছোট ভাই। আজ বৃহস্পতিবার সকালে র‍্যাবের ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির এই তথ্য জানান।

সংবাদ সম্মেলনে আশরাফুল কবির বলেন, কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বাসিন্দা দিদারুল ইসলাম। চাকরির সুবাদে থাকেন গাজীপুরে। ওইখানে পরিচয় হয় রাকিবের সঙ্গে। পরিচয়ের সুবাদে দিদারুল ইসলামকে ধর্মের ভাই বানান রাকিব। কিছুদিন পর গত ১ ডিসেম্বর রাকিব বায়না ধরে দিদারের বাড়িতে বেড়ানোর। দিদার তাঁর ধর্মের ভাইকে বাড়ি নিয়ে যান। তিন দিন পর গত ৪ ডিসেম্বর মিঠামইন বাজারে বেড়ানোর কথা বলে দিদারের ছোট ভাই খোকা মিয়াকে বাড়ি থেকে নিয়ে যান। সন্ধ্যায় দিদারুলকে ফোন দেয় রাকিব। রাকিব ফোন দিয়ে দিদারকে বলেন, ৫০ হাজার টাকা না দিলে খোকাকে জীবিত অবস্থায় ফিরে পাবে না। পরে সন্ধ্যায় মিঠামইন থানায় সাধারণ ডায়েরি করেন দিদারুল।

কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বলেন, সাধারণ ডায়েরি করার পর মিঠামইন থানা-পুলিশ বিষয়টি র‍্যাবকে জানায়। র‍্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৫ ডিসেম্বর অপহৃত খোকা মিয়াকে গাজীপুর চৌরাস্তা থেকে উদ্ধার করেন। কিন্তু পালিয়ে যান রাকিব। পরে গত বুধবার ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এলাকা থেকে রাকিবকে আটক করে র‍্যাব। আজ বৃহস্পতিবার দুপুরে অপহৃত শিশু খোকা মিয়া ও অপহরণকারী রাকিবকে মিঠামইন থানায় হস্তান্তর করা হয়।

কিশোরগঞ্জে ৩ ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের অভিযোগ, মামলার পর প্রেমিক গ্রেপ্তার

মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা

নির্বাচনী হলফনামা: কাজী রেহা কবিরের বার্ষিক আয় ৫ লাখ ৪৪ হাজার টাকা

ড. ওসমান ফারুকের সম্পদ ৬ কোটির বেশি, বিদেশি মুদ্রা প্রায় ১২ লাখ ডলার