হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে ৪৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ৪৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আজ বুধবার বিকেলে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভৈরব পৌর শহরের নাটালের মোড়ে চেকপোস্ট পরিচালনা করে তাদের আটক করে ডিবি পুলিশ।

আটক দুই মাদক কারবারি হলেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার লোনতলা এলাকার মো. সানোয়ার কবিরাজের ছেলে মো. লাইজু কবিরাজ (২৭), কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চর-কাওনা এলাকার আবুল কালামের ছেলে মো. আলী আকবর (৩০)। 

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে টোল প্লাজার ১৫০ গজ পশ্চিমে ঢাকা-সিলেট মহাসড়কের নাটালের মোড় এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করি। পরে সন্ধ্যার দিকে অভিযান পরিচালনা করে একটি পিকআপ থাকা ৪৫ কেজি গাঁজা উদ্ধার করি। তখন মো. লাইজু কবিরাজ ও মো. আলী আকবরকে গ্রেপ্তার করা হয়।’

তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে তারা গাঁজা বিক্রি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে।

হাওরে বিদ্যুৎ সংযোগ: বাঁশের খুঁটিতে ৩৩,০০০ ভোল্টের লাইন

কিশোরগঞ্জে কুকুরকে বাঁচাতে গিয়ে টমটম খাদে পড়ে চালকের মৃত্যু, আহত ৩

ইটনায় সংঘর্ষে প্রাণ গেল যুবকের

দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলে এককাট্টা বিএনপির পাঁচ নেতা

ইটনায় যুবদল নেতার বিরুদ্ধে তিন বাড়িতে হামলা-লুটপাট চালানোর অভিযোগ

খোঁপার ভাঁজে লুকানো ২ হাজার ইয়াবা, ভৈরবে নারী আটক

ভৈরবে গ্যাসের লিকেজ থেকে আগুন, ১০ শিশুসহ দগ্ধ ১৫

নারীকে বেধড়ক পিটিয়ে রাস্তায় ফেলে এল স্বামী, কামড়াল কুকুর

কিশোরগঞ্জে হকারদের হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করলেন বরখাস্ত স্কুল সভাপতি