হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

ভৈরবে সম্পত্তি নিয়ে বিরোধে বৃদ্ধা মা ও ভাইকে মারধর, বসতঘরে ভাঙচুর

কিশোরগঞ্জ প্রতিনিধি ও ভৈরব সংবাদদাতা

আহত মা ফাতেমা বেগম। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের চণ্ডীবের পলতাকান্দা গ্রামে সম্পত্তি দলিল করে না দেওয়ায় বৃদ্ধা মা ও ছোট ভাইকে মারধরের অভিযোগ উঠেছে দুই সহোদর ও ছেলের বিরুদ্ধে। এ সময় বসতঘরের আসবাব ও জানালা-দরজা ভাঙচুরও করা হয়।

অভিযুক্তরা হলেন আল আমিন (৩৭) ও দিপু মিয়া (৩৩)। উভয়েই ওই গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে। রোববার (১৬ জুন) সকালে ভৈরব থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী মা ফাতেমা বেগম।

ফাতেমা বেগম জানান, তাঁর তিন ছেলে ও ছয় কন্যাসন্তান রয়েছে। স্বামী প্যারালাইসিসে আক্রান্ত হওয়ায় চলাফেরা করতে পারেন না। সংসারের ব্যয় বহন করেন প্রবাসী ছোট ছেলে মামুন মিয়া। আট মাস আগে বড় ছেলে আল আমিনকে মৌখিকভাবে সম্পত্তির অংশ দিয়ে আলাদা করে দেওয়া হয়। এর পর থেকে আল আমিন সম্পত্তি লিখে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে আসছিলেন। এর মধ্যেই ছোট ছেলে দেশে আসেন।

১২ জুন (বৃহস্পতিবার) রাতে আল আমিন ও দিপু মিয়া লাঠিসোঁটা নিয়ে বাড়িতে এসে ফাতেমা বেগমকে মারধর করেন এবং মাথায় কুপিয়ে রক্তাক্ত করেন বলে অভিযোগ। এ সময় ছোট ছেলে মামুন মিয়া ও তাঁর স্ত্রী ফারজানা আক্তার বাধা দিলে, দিপু ছুরি দিয়ে মামুনের ডান হাতে আঘাত করেন এবং ফারজানাকেও মারধর করেন। এ ছাড়া ঘরের দরজা, জানালা, আলমারি ও বিভিন্ন আসবাব ভাঙচুর করা হয়।

ঘটনার পর অভিযুক্ত আল আমিনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুহাদ রুহানী বলেন, ‘বৃদ্ধা মা ও প্রবাসী ভাইকে মারধরের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মুরগি কেনার সিরিয়াল নিয়ে তর্ক, বৃদ্ধকে পিটিয়ে হত্যা

সুদানে ড্রোন হামলায় শহীদ পাকুন্দিয়ার সেনাসদস্য জাহাঙ্গীর আলমের দাফন

বিয়ের তিন বছরের মাথায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

নরসুন্দার তীর থেকে ৪ শতাধিক গ্রিল উধাও

বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির দলীয় স্লোগান, নিষেধ করায় তোপের মুখে ইউএনও

যুবদল নেতার মামলায় আসামি মৃত ব্যক্তি, হাজতি ও প্রবাসী

হাওরে বিদ্যুৎ সংযোগ: বাঁশের খুঁটিতে ৩৩,০০০ ভোল্টের লাইন

কিশোরগঞ্জে কুকুরকে বাঁচাতে গিয়ে টমটম খাদে পড়ে চালকের মৃত্যু, আহত ৩

ইটনায় সংঘর্ষে প্রাণ গেল যুবকের

দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলে এককাট্টা বিএনপির পাঁচ নেতা